যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলেছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাছে যাওয়ার পথে ইরানের তৈরি ক্ষেপণাস্ত্রের উপাদানসহ অন্যান্য অস্ত্রের চালান জব্দ করেছে মার্কিন নেভি সিলস। এসব অস্ত্র বহনকারী ছোট একটি নৌযানও জব্দ করা হয়েছে।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, গত বৃহস্পতিবার সোমালিয়া উপকূলের কাছে এই ঘটনা ঘটে।
সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জব্দ সামগ্রীর কিছু ছবি পোস্ট করেছে। ছবিতে থাকা সামগ্রী দেখে একটি পূর্ণ ছোট ক্ষেপণাস্ত্র, রকেট মোটর ও গাইডেন্স সিস্টেমের উপাদান বলে মনে হয়। একই সঙ্গে তারা জব্দ ছোট একটি নৌযানের ছবিও পোস্ট করেছে। নৌযানটি অস্ত্রসামগ্রী বহন করছিল বলে অভিযোগ।
লোহিত সাগর ও এডেন উপসাগর দিয়ে চলাচলকারী জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামলা চালিয়ে আসছে। তা বন্ধে হুতিদের অবস্থানে গত সপ্তাহে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
হুতি অবস্থানে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বিমান হামলার পর অস্ত্র জব্দের ঘটনা ঘটল। জাহাজে হামলা ঠেকাতে হুতিদের কাছে অস্ত্রের সরবরাহ বন্ধ করতে চাইছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।
অস্ত্র জব্দের ঘটনাটি সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাকে চিত্রিত করছে। একই সঙ্গে তা এই সংঘাতে ইরানের সরাসরি জড়িয়ে পড়ার আশঙ্কাকে সামনে আনছে।
লোহিত সাগরে গতকালও একটি জাহাজে হামলা হয়েছে। গ্রিসের মালিকানাধীন পণ্যবাহী একটি জাহাজ সুয়েজ খালের দিকে যাওয়ার সময় ইয়েমেন উপকূলে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়।
গ্রিসের কর্মকর্তারা জানিয়েছেন, জোগ্রাফিয়া নামের জাহাজটি ভিয়েতনাম থেকে ইসরায়েলে যাচ্ছিল। জাহাজটি চালানোর মতো অবস্থায় আছে।