ইরানকে সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা দেখাতে বলেছেন নবনিযুক্ত সিরীয় পররাষ্ট্রমন্ত্রী
ইরানকে সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা দেখাতে বলেছেন নবনিযুক্ত সিরীয় পররাষ্ট্রমন্ত্রী

সিরিয়ায় বিশৃঙ্খলা না ছড়াতে ইরানের প্রতি আহ্বান নবনিযুক্ত সিরীয় পররাষ্ট্রমন্ত্রীর

সিরিয়ায় বিশৃঙ্খলা না ছড়াতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত সিরীয় পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শিবানি।

গতকাল মঙ্গলবার ইরানের প্রতি এই আহ্বান জানান শিবানি। একই সঙ্গে ইরানকে তিনি সিরিয়ার জনগণের ইচ্ছা ও দেশটির সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা দেখাতে বলেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে শিবানি বলেন, ইরানকে অবশ্যই সিরিয়ার জনগণের ইচ্ছা এবং দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান করতে হবে। সিরিয়ায় বিশৃঙ্খলা না ছড়ানোর ব্যাপারে তাঁরা ইরানকে সতর্ক করছেন। তেহরানের সবশেষ মন্তব্যেরও সমালোচনা করেন তিনি।

অবশ্য কোন মন্তব্যের কথা শিবানি উল্লেখ করেছেন, তা তিনি স্পষ্ট করেননি।

গত রোববার টেলিভিশনে একটি ভাষণ দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই ভাষণে তিনি সিরিয়ার তরুণ-যুবাদের প্রতি একটি আহ্বান জানান। যারা নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করেছে, তাদের বিরুদ্ধে দৃঢ়সংকল্প নিয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

খামেনি আরও বলেন, তাঁদের ধারণা, সিরিয়ায় একটি শক্তিশালী ও সম্মানিত গোষ্ঠীর উত্থান ঘটবে। কারণ, এখন সিরিয়ার তরুণদের হারানোর কিছু নেই। তাঁদের স্কুল, বিশ্ববিদ্যালয়, বাড়িঘর, রাস্তাঘাট অনিরাপদ।

ইরানের সর্বোচ্চ নেতা মনে করেন, সিরীয় তরুণদের অবশ্যই নিরাপত্তাহীনতার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে দৃঢ়সংকল্প নিয়ে রুখে দাঁড়াতে হবে। তাদের বিরুদ্ধে বিজয়ী হতে হবে।

১৩ বছরের গৃহযুদ্ধের পর ৮ ডিসেম্বর প্রেসিডেন্ট বাশার আল–আসাদকে ক্ষমতাচ্যুত করেন সিরীয় বিদ্রোহীরা।

গৃহযুদ্ধ চলাকালে আসাদকে সহায়তা করার জন্য কোটি কোটি ডলার খরচ করে ইরান। মিত্র আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সিরিয়ায় ইরানের রেভল্যুশনারি গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছিল।

আসাদের ক্ষমতাচ্যুতিকে ইরানের নেতৃত্বাধীন ‘প্রতিরোধের অক্ষ’ নামের রাজনৈতিক-সামরিক জোটের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও মার্কিন প্রভাবের বিরোধিতা করে থাকে এই জোট।