ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন গতকাল রোববার বাহরাইন সফর শুরু করেছেন। আজ সোমবার তিনি বাহরাইনে ইসরায়েলের নতুন দূতাবাস উদ্বোধন করবেন।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২০ সালের আব্রাহাম চুক্তির আওতায় চারটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরায়েল। দেশগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো। এই চার দেশের মধ্যে প্রথম কোনো দেশ সফর করছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী।
বাহরাইন-ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার তৃতীয় বার্ষিকীর প্রেক্ষাপটে কোহেনের সফরটি হচ্ছে। গ্রীষ্মের শুরুতেই তাঁর বাহরাইন সফরে যাওয়ার কথা ছিল। তবে তখন তাঁর সফর স্থগিত করা হয়েছিল।
কোহেনকে বাহরাইনের বিমানবন্দরে অভ্যর্থনা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ আল-জায়ানি।
আরব নিউজের প্রতিবেদন বলা হয়, কোহেন আজ বাহরাইনের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া আজ বাহরাইনে ইসরায়েলের নতুন দূতাবাস উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।
সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ২০২০ সালের সেপ্টেম্বরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তি সই করেছিল। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তিতে যোগদানকারী চারটি আরব দেশের মধ্যে প্রথম দুটি দেশ হলো সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।
গত বছরের ডিসেম্বরে ইসরায়েলের ক্ষমতায় আসে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন উগ্র ডানপন্থী সরকার। এই সরকার ক্ষমতায় আসার পর আরব বিশ্বের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে শীতলতা দেখা দেয়। বিশেষ করে ফিলিস্তিনিদের প্রতি নেতানিয়াহুর সরকারের কঠোর নীতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়।