সিরিয়ায় ইরানি কনস্যুলেটে ইসরায়েলের হামলার পর আবারও প্রতিশোধ নেওয়ার হুমকি দিল তেহরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে।
পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতর উপলক্ষে আজ বুধবার এক ভাষণে এ হুমকি দিয়েছেন খামেনি। তিনি বলেছেন, কনস্যুলেটে হামলার মাধ্যমে ইসরায়েল ইরানের ভূখণ্ডেই হামলা চালিয়েছে। তারা একটি ভুল করেছে। এর শাস্তি অবশ্যই তাদের পেতে হবে।
১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের সশস্ত্র বাহিনীর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরসিজি) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদিসহ শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা নিহত হন।
এদিকে খামেনির হুমকির পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ইরান যদি নিজ ভূখণ্ড থেকে (ইসরায়েলে) হামলা চালায়, তাহলে ইসরায়েল জবাব দেবে এবং ইরানে হামলা চালাবে।’
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের গাজার শাসকগোষ্ঠী হামাস। সেদিন থেকেই উপত্যকাটিতে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এ সংঘাতের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য অঞ্চল। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে সক্রিয় হয়ে উঠেছে ইরানপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী।
গাজায় সংঘাত শুরুর পর থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে নিয়মিত পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। ইরাকে অবস্থান করা ইরানপন্থী গোষ্ঠীগুলো সিরিয়া ও ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ওপর হামলা চালিয়েছে। আর লোহিত সাগর ও এডেন উপসাগরে পণ্যবাহী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীরা।