ইসরায়েলি সেনাদের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে গাজার দক্ষিণের শহর খান ইউনিস
ইসরায়েলি সেনাদের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে গাজার দক্ষিণের শহর খান ইউনিস

শহর গুঁড়িয়ে খান ইউনিস ও দেইর আল-বালাহতে অভিযান শেষ করল ইসরায়েল

ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণের খান ইউনিস ও মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় গতকাল শুক্রবার অভিযান শেষ করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। তাদের দাবি, মাসব্যাপী এ অভিযানে আড়াই শর বেশি হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে।

সেনা প্রত্যাহারের আগপর্যন্ত খান ইউনিস ও দেইর আল-বালাহতে তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। গতকাল ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সেখান থেকে অন্তত নয়জনের মরদেহ উদ্ধার করে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, অভিযানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের ছয় কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গপথ ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছয় ইসরায়েলি জিম্মির মরদেহ।

ইসরায়েলি বাহিনীর এক মুখপাত্র গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন, দক্ষিণ গাজা থেকে যেসব ফিলিস্তিনিকে শহর ছাড়তে বলা হয়েছিল, তাঁরা এখন ফিরতে পারবেন। এর মধ্য দিয়ে খান ইউনিস ও দেইর আল-বালাহ আবারও নিরাপদ মানবিক অঞ্চলে পরিণত হলো।

সামরিক বাহিনী জানায়, খান ইউনিস ও দেইর আল-বালাহ থেকে প্রত্যাহার করে নেওয়া সেনারা এবার গাজা উপত্যকার অন্য এলাকায় অভিযানে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গাজায় ১০ মাস ধরে চলা যুদ্ধে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত ৯৮ হাজারের বেশি। তবে তাঁদের মধ্যে কতজন বেসামরিক মানুষ আর কতজন হামাস যোদ্ধা, তা এখনো জানা যায়নি।