ইয়েমেনের রাজধানী সানায় গাড়িতে হুতি বিদ্রোহীরা
ইয়েমেনের রাজধানী সানায় গাড়িতে হুতি বিদ্রোহীরা

যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধজাহাজে হামলার দাবি হুতিদের

লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। মঙ্গলবার সকালে হুতিদের পক্ষ থেকে বলা হয়, একই সময়ে ভারত মহাসাগরে ইসরায়েলের দুটি পণ্যবাহী জাহাজেও হামলা চালিয়েছে তারা। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে এই গোষ্ঠী।

হুতিদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারির বরাত দিয়ে ইয়েমেনের আল-মাসিরাহ নিউজ চ্যানেল এই খবর প্রকাশ করেছে। তিনি বলেছেন, ‘আমরা লোহিত সাগরে শত্রুদের যুদ্ধজাহাজে সামরিক অভিযান পরিচালনা করেছি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজ রয়েছে। হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে।’

অভিযান সফল হয়েছে দাবি করে জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে লোহিত সাগরে একটি যৌথ অভিযান চালানো হয়েছে। জাহাজ দুটি অধিকৃত ফিলিস্তিনের এইলাত বন্দরে যাচ্ছিল।

জেনারেল ইয়াহিয়া সারি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনের নিপীড়িত জনগণের সমর্থনে এবং ইয়েমেনের নিজস্ব সার্বভৌমত্ব রক্ষা করতে এই হামলা চালানো হয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র-সমর্থিত ইসরায়েল যত দিন গাজা অবরুদ্ধ রেখে সেখানে গণহত্যা চালাবে, তত দিন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।