লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের তেল আবিবে হাকিরিয়া সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। গতকাল বুধবার সংগঠনটি জানায়, তারা সেখানে প্রথমবারের মতো হামলা করেছে।
তবে তেল আবিব শহরের ব্যস্ততম ওই এলাকায় হামলা কিংবা এর প্রভাব–সংক্রান্ত কোনো খবর পাওয়া যায়নি। শহরে কোনো হামলার কোনো সতর্ক ধ্বনিও শোনা যায়নি।
হিজবুল্লাহর এই দাবি সম্পর্কে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। তেল আবিবে অবস্থানরত রয়টার্সের সাংবাদিক হামলার কোনো সতর্ক ধ্বনি শুনতে পাননি বলে জানিয়েছেন। তা ছাড়া সামরিক বাহিনীও এ ব্যাপারে কিছু জানায়নি।
হিজবুল্লাহ হামলার দাবি করার এক ঘণ্টা পরও এর ফলাফল সম্পর্কে আর কোনো দাবি করেনি কিংবা তথ্য দেয়নি।
তেল আবিবে হাকিরিয়া সামরিক ঘাঁটি সামরিক বাহিনী ও সরকারের মূল কেন্দ্র। যুদ্ধবিষয়ক মন্ত্রিপরিষদসহ অনেকগুলো সামরিক ইউনিটের প্রধান কার্যালয় এটি। ঘাঁটিটি তেল আবিব শহরের ব্যস্ততম একটি এলাকায় একটি শপিং মল ও একটি রেলস্টেশনের পাশে অবস্থিত।
এর আগে গত মাসের শেষ দিকে ইসরায়েলের আরেকটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছিল হিজবুল্লাহ। তেল আবিব শহরের উপকণ্ঠে সামরিক গোয়েন্দা ইউনিটের ওই ঘাঁটিতে হামলার পর তেল আবিবে জরুরি অবস্থা জারি করা হয়। তবে এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।