ইসরায়েলে হামলা চালিয়ে যাঁদের ধরে এনে গাজায় জিম্মি করা হয়েছে, তাঁদের কয়েকজনকে মুক্তি দেওয়ার বিনিময়ে হামলা বন্ধ চায় হামাস। তবে ইসরায়েল এখনো এই প্রস্তাবে রাজি হয়নি।
গাজায় জিম্মি ব্যক্তিদের মুক্ত করা নিয়ে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রচেষ্টায় সমঝোতা আলোচনা চলছে। ওই আলোচনার বিষয়ে কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। সর্বশেষ যে তথ্য পাওয়া গেছে, তার সত্যতা নিশ্চিতের চেষ্টা করছে বিবিসি।
ইসরায়েল থেকে ধরে আনা ব্যক্তিদের সবাই হামাসের হাতে নেই। গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের কাছেও তাঁদের অনেকে আছেন। আনুমানিক ২০৩ ব্যক্তিকে ধরে এনে গাজায় জিম্মি করা হয়েছে।
জিম্মি অবস্থায় থাকা এসব ব্যক্তির নিরাপত্তার বিষয়টি এখন গাজায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের ক্ষেত্রে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সমঝোতার মধ্য দিয়ে জিম্মি ব্যক্তিদের বের করা গেলে তাঁদের জীবিত ফিরে আসার সম্ভাবনা রয়েছে।