ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ হাজার ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৪ হাজার ১০৪টি শিশু, নারী ২ হাজার ৬৪১ জন। আর উপত্যকাটিতে হামলায় আহত হয়েছেন ২৫ হাজার ৪০৮ জন ফিলিস্তিনি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ মারা যান। সেদিন থেকেই গাজায় নির্বিচার বোমাবর্ষণ করছে ইসরায়েলি বাহিনী। উপত্যকাটিতে স্থল অভিযানও চলছে।
হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২৫২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৭ অক্টোবর থেকে চলমান হামলায় নিহত হয়েছেন ১৯২ জন চিকিৎসাকর্মী। এ সময় ১৬টি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে ৩২টি অ্যাম্বুলেন্স।
গতকাল রোববার গাজার আল–রানতিসি হাসপাতালে দুবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে হাসপাতালটির সোলার প্যানেল ও পানির ট্যাংকগুলো ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া একটি ক্যানসার চিকিৎসাকেন্দ্র ও বিশেষায়িত শিশুদের চিকিৎসাকেন্দ্রেও হামলা হয়েছে। এতে চারজন নিহত হয়েছেন। শিশুসহ আহত ৭০।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হতাহতের সংখ্যার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ অনেক মার্কিন রাজনীতিক। তবে গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা নির্ভরযোগ্য বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।