ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান

গাজায় ইসরায়েলি আগ্রাসন আঞ্চলিক নিরাপত্তাহীনতার কারণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান বলেছেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অপরাধ ও আগ্রাসন এ অঞ্চলের (মধ্যপ্রাচ্য) নিরাপত্তাহীনতার প্রধান কারণ।

গতকাল রোববার ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালতোনেনের সঙ্গে টেলিফোন আলাপে হোসেইন আমির-আবদুল্লাহিয়ান এ মন্তব্য করেন বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম আইআরএনএ।

এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পশ্চিম এশিয়ায় অশান্তি, দুশ্চিন্তা ও উত্তেজনা দেখতে চায় না তাঁর দেশ।

গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধে সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হোসেইন আমির-আবদুল্লাহিয়ান বলেন, গাজায় যুদ্ধ থামাতে ইউরোপের দেশগুলোকে এগিয়ে আসতে হবে। এজন্য ইসরায়েলের কাছে তাদের অস্ত্র বিক্রি বন্ধ করতে হবে।

ইরানের ইস্পাহান শহরের একটি বিমানঘাঁটিতে গত শুক্রবার হামলা চালায় ইসরায়েল। এর আগে ইসরায়েলেও হামলা চালিয়েছিল ইরান। গাজায় চলমান যুদ্ধকে কেন্দ্র করে উত্তেজনা বেড়েছে ইরান–ইসরায়েলের মধ্যেও।