ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি হিজবুল্লাহর

ড্রোন
প্রতীকী ছবি

ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ৭ অক্টোবর ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত শুরুর পর ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ায় হিজবুল্লাহও। এরপর তারা প্রথমবার এমন দাবি করল।

হিজবুল্লাহ জানিয়েছে, গতকাল রোববার লেবাননের দক্ষিণাঞ্চলের খৈয়াম এলাকার আকাশসীমায় একটি ইসরায়েলি ড্রোন চোখে পড়ে। জায়গাটি ইসরায়েল সীমান্ত থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত। পরে ড্রোনটিকে লক্ষ্য করে গুলি করা হয়। একপর্যায়ে সেটি ইসরায়েলের ভেতরে ভূপাতিত হয়।

হামাসের পাশাপাশি লেবানন থেকেও ইসরায়েলে রকেট ছুড়ছে হিজবুল্লাহ। তারা ৪২টি স্থান থেকে ৮৪টি হামলা চালিয়েছে। এতে সাতজন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর ৪৬ যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি, এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৪৩ জন।