ইরানের যুদ্ধজাহাজ আলবোর্জ
ইরানের যুদ্ধজাহাজ আলবোর্জ

লোহিত সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে ইরান

যুক্তরাষ্ট্র হুতি বিদ্রোহীদের তিনটি নৌকা ডুবিয়ে দেওয়ার পর লোহিত সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে দিয়েছে ইরান।

গতকাল সোমবার ইরানের যুদ্ধজাহাজ আলবোর্জ লোহিত সাগরে ঢুকেছে। এক মাস ধরে এখানেই হুতি বিদ্রোহীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব চলছে। গত ৩ ডিসেম্বর প্রথম মার্কিন পণ্যবাহী জাহাজে হামলা চালায় ইরানের মদদপুষ্ট ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

এরপর ওই পথে একাধিক জাহাজের ওপর হামলা চালায় তারা। এর মধ্যে একটি ভারতমুখী জাহাজও ছিল।

যুক্তরাষ্ট্রও পাল্টা হামলার পথ বেছে নেয়। একাধিক দেশকে সঙ্গে নিয়ে পেন্টাগন একটি গোষ্ঠী তৈরি করার কাজ শুরু করেছে, যারা ওই অঞ্চলে নিরাপত্তার ব্যবস্থা করবে। হুতি বিদ্রোহীদের আক্রমণের হাত থেকে পণ্যবাহী জাহাজ রক্ষায় তারা কাজ করবে।

পেন্টাগনের এ ঘোষণার পরও হুতি বিদ্রোহীরা হামলা অব্যাহত রেখেছে।