দক্ষিণ কোরিয়ায় ২০০০ জোড়া জুতা সাজিয়ে গাজায় যুদ্ধবিরতির দাবি

গাজা উপত্যকায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে দক্ষিণ কোরিয়ায় এক দল অধিকারকর্মী জুতা সাজিয়ে বিক্ষোভ করেছেন
 ছবি: ইউটিউবে প্রকাশিত ভিডিও থেকে নেওয়া

গাজা উপত্যকায় যুদ্ধবিরতির দাবি জানিয়ে দক্ষিণ কোরিয়ায় এক দল অধিকারকর্মী বিক্ষোভ করেছেন। গতকাল সিউলের রাস্তায় দুই হাজার জোড়া জুতা সাজিয়ে রেখে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েছেন তারা।

জুতাগুলো চলমান যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব করছে।

৩০ জনের মতো অধিকারকর্মী বিক্ষোভে অংশ নিয়েছিলেন। তাঁরা স্লোগান দিচ্ছিলেন- ‘ফিলিস্তিনিদের মুক্ত কর।’

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘যুদ্ধ বন্ধ কর’, ‘দখলদারি বন্ধ কর’, ‘গাজা থেকে অবরোধ তুলে নাও’।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। এ ঘটনায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন বলে জানিয়েছে ইসরায়েল। যদিও শুরুতে এ সংখ্যা ১ হাজার ৪০০ বলে দাবি করেছিল দেশটি। এ ছাড়া হামাস যোদ্ধারা প্রায় ২৪০ জনকে জিম্মি করে রেখেছেন বলে ইসরায়েল দাবি করে আসছে।

গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ হিসাব অনুসারে, ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযানে ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে শিশুর সংখ্যা ৫ হাজার।