ফিলিস্তিন–ইসরায়েল সংঘাতের সর্বশেষ

দক্ষিণ গাজার রাফাহ এলাকায় ইসরায়েলি হামলায় একটি ভবন ধ্বংসের পর চলছে উদ্ধারকাজ
 ছবি: রয়টার্স

ইসরায়েল–ফিলিস্তিন যুদ্ধের ১২তম দিন পার হলো। ৮ অক্টোবর হামাসের হামলার মধ্য দিয়ে এ যুদ্ধের শুরু। হামলার পরপরই ইসরায়েল পাল্টা হামলা চালায়। গাজার স্বাস্থ্য বিভাগ বলেছে,এখন পর্যন্ত এ যুদ্ধে তিন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের হামলার পর এ পর্যন্ত ১৪ শর বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল।

# ফিলিস্তিনের গাজায় একটি হাসপাতালে ইসরায়েলের বোমা হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৫০০ হয়েছে। মঙ্গলবার রাতে মধ্য গাজার আল–আহলি আরব নামের হাসপাতালে এই হামলা চালানো হয়। এর আগে ইসরায়েলি হামলায় আহত শত শত রোগী ও গৃহহীন অসংখ্য বাসিন্দা ‘নিরাপদ’ ভেবে ওই হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন। গাজায় ২০০৭ সালের পর কোনো একটি হামলায় এটি সর্বোচ্চ সংখ্যক প্রাণহানির ঘটনা।

# গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, যে হাসপাতালে হামলা চালানো হয়েছে তার নাম আল–আহালি আর–আরাবি। এটি ব্যাপটিস্ট হাসপাতাল নামেও পরিচিত।

# প্রাথমিক তদন্তের কথা উল্লেখ করে ইসরায়েলের সেনাবাহিনী অবশ্য দাবি করেছে, হামাসের একটি রকেট ভুলক্রমে বিস্ফোরিত হয়েই ওই হাসপাতালে প্রাণহানির ঘটনা ঘটেছে। ইসলামিক জিহাদের রকেট ছিল এটি, দাবি ইসরায়েলের। যদিও ইসলামিক জিহাদ এ অভিযোগ অস্বীকার করেছে।

# হাসপাতালে হামলার ঘটনার পর পশ্চিম তীরজুড়ে শুরু হয়েছে তীব্র বিক্ষোভ। ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের মধ্যে সংঘাতের ঘটনাও ঘটেছে। মধ্য রামাল্লায় বিক্ষোভকারীরা ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভকারীরা পাথর ছুড়ে মারেন এ সময়।

# যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমন ক্লেভারলি বলেছেন, আল–আহলি আরাবি ব্যাপটিস্ট হাসপাতালে আসলে কী হয়েছিল, তা ‘খুঁজে বের করতে’ তাঁর দেশ মিত্রদের সঙ্গে কাজ করবে। ক্লেভারলি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ হামলাকে ‘মানুষের জীবন চরম ক্ষতি’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, বেসামরিক মানুষদের সুরক্ষা প্রথম প্রাধান্যের বিষয় হওয়া উচিত।

# হোয়াইট হাউস বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেন আর জর্ডান সফর করবেন না। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি আম্মানে অনুষ্ঠিতব্য সম্মেলন বাতিল করার পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত। ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও মিশর ও ফিলিস্তিনি নেতাদের থাকার কথা ছিল।

# প্রেসিডেন্ট বাইডেন তাঁর ইসরায়েল সফরের সময় বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন।

# ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক আগামীকাল বৃহস্পতিবার ইসরায়েল সফর করবেন। অন্যদিকে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বলেছে, তারা ইসরায়েল থেকে সফলতার সঙ্গে ৯০০ নাগরিককে ফিরিয়ে এনেছে।

# গত মঙ্গলকার জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ বলেছে, তাদের পরিচালিত একটি স্কুলে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে। এই স্কুলটি উদ্বাস্তুদের একটি আশ্রয়কেন্দ্র হিসেবে পরিচালিত হতো। গাজায় অনেক হাসপাতাল এখন বোমা হামলা থেকে রক্ষা পেতে কয়েক হাজার মানুষের আশ্রয়স্থলে পরিণত হয়েছে।

# গাজার স্বাস্থ্য বিভাগ বলেছে, ৮ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত চলা সংঘাতে অন্তত তিন হাজার মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৯৪০ শিশু এবং ১ হাজার ৩২ নারী আছেন। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হাসপাতালে হামলার পর তিন দিনের শোক ঘোষণা করেছেন।

# হামাসের হামলার পর এ পর্যন্ত ১৪ শর বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল। এর মধ্যে বেশির ভাগই বেসামরিক নাগরিক। অন্তত ২০০ মানুষকে হামাস আটক করেছে বলেও জানিয়েছে ইসরায়েল।

# গাজায় সুপেয় পানির তীব্র অভাব দেখা দিয়েছে। ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় খাদ্য, বিদ্যুৎ, ওষুধ ও জ্বালানির তীব্র সংকটের মধ্যে দিন কাটছে ২৩ লাখ গাজাবাসীর।

# জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনস্কো বলেছে, হামাসের হামলার চলমান সংঘাতে এ পর্যন্ত ৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে জাতিসংঘের সংস্থাটি।