৫০ দিনের বেশি সময় ধরে বেইত লাহিয়া এলাকাকে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী
৫০ দিনের বেশি সময় ধরে বেইত লাহিয়া এলাকাকে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী

বেইত লাহিয়া থেকে পালানোর সময় ফিলিস্তিনি পুরুষদের আটক করছে ইসরায়েলি বাহিনী

গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় অবরুদ্ধ শহর বেইত লাহিয়া ছেড়ে পালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এসব বেসামরিক মানুষের ওপরও ধরপাকড় চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গতকাল বুধবার নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে চলা এসব মানুষের দল থেকে পুরুষদের আলাদা করে বেছে নিয়ে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের একটি বার্তা সংস্থা এমন খবর প্রকাশ করেছে।

৫০ দিনের বেশি সময় ধরে বেইত লাহিয়া এলাকাকে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। ওই এলাকায় খাবার, পানি ও ওষুধ প্রবেশে বাধা দিচ্ছে তারা। এমন অবস্থায় স্থানীয় লোকজন এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন। বেসামরিক মানুষের অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে জিনিসপত্র হাতে নিয়ে পায়ে হেঁটে যাচ্ছেন। কেউ কেউ গাধায় টানা গাড়িতে করে এলাকা ছাড়ছেন।

বেইত লাহিয়া থেকে পালিয়ে আসা নারী উম্মে সালেহ আল-আদহাম মার্কিন বার্তা সংস্থাকে বলেন, ‘আমরা (বাড়ি) ছেড়ে এসেছি এবং এখানে বসে আছি। আমাদের কোনো আশ্রয় বা খাবার নেই। কোথায় যেতে হবে, তা আমাদের জানা নেই।’

ওই নারী আরও বলেন, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি পুরুষদের আলাদা করেছেন। শুধু নারী ও শিশুদের গাজা নগরীর দিকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা বেইত লাহিয়া থেকে হাজার হাজার বেসামরিক নাগরিককে নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিয়েছে।

বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করার কথাও জানিয়েছে ইসরায়েলি বাহিনী। তারা বলেছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে।