ইরাকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ‘মোসাদের সদর দপ্তরে’ ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
ইরাকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ‘মোসাদের সদর দপ্তরে’ ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

ইরাকে ‘মোসাদের স্থাপনায়’ ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

ইরানের রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, তারা ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলের গুপ্তচর সংস্থা ‘মোসাদের স্থাপনায়’ হামলা চালিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এলিট ফোর্স সিরিয়াতেও ক্ষেপণাস্ত্র হামলা করেছে।

ইরানের এই হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার পর এই সংঘাত শুরু হয়।

রেভল্যুশনারি গার্ডের বিবৃতিতে জানানো হয়েছে, ইরাকের কুর্দিস্তানে ‘মোসাদের সদর দপ্তর’ ছিল। সেটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, তারা ইরানের এই হামলার খবর এখনো নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি। ইসরায়েলের সরকারি কর্মকর্তাদের কাছ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গত মাসে সিরিয়ায় রেভল্যুশনারি গার্ডের তিন সদস্যের মৃত্যু হয়েছিল। ইরান জানিয়েছিল, তারা এর বদলা নেবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরাকে এই হামলার নিন্দা জানিয়েছে। তারা বলেছে, ইরানের হামলায় তাদের কোনো কিছু বা কেউ আক্রান্ত হয়নি। ফলে কোনো মার্কিন নাগরিক মারা যাননি।

যুক্তরাষ্ট্র বলেছে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইরাকের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার পক্ষে। তারা এই ধরনের আক্রমণের নিন্দা জানায়।