ইসরায়েলের হামলা ইরানের ক্ষেপণাস্ত্র তৈরিতে বিঘ্ন ঘটাতে পারেনি। ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ বুধবার সাংবাদিকদের এ কথা জানান।
আজিজ বলেন, ক্ষেপণাস্ত্রের মতো আক্রমণাত্মক ব্যবস্থা (অস্ত্র) তৈরির প্রক্রিয়ায় কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি।
ইসরায়েল বলেছিল, গত সপ্তাহে তারা ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনায় আঘাত হেনেছে। এর জবাবে ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজ বুধবার সাংবাদিকদের এ কথা বলেন।
ইরানে শনিবার (২৬ অক্টোবর) ভোরে বিমান হামলা চালায় ইসরায়েল। ইরানের তিনটি প্রদেশের কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির স্থাপনায় তিন দফায় এই হামলা চালানো হয়।
ইসরায়েলের হামলায় নিজেদের চারজন সেনা নিহত এবং ‘সীমিত ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে জানিয়েছিল ইরান। তবে হামলায় নিজেদের ‘সব লক্ষ্য অর্জিত হয়েছে’ বলে মন্তব্য করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এর আগে ১ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। ইরানের সহায়তাপুষ্ট হামাসের প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ এবং নিজেদের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক কমান্ডারের হত্যাকাণ্ডের প্রত্যুত্তরে ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছিল তেহরান। তবে এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশ লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল।
অন্যদিকে ১ অক্টোবরের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ২৬ অক্টোবর শনিবার রাতে ইরানে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছিল ইসরায়েল।