ফিলিস্তিনের গাজায় হামাস সরকারের প্রধান রাভি মুশতাহা তিন মাস আগে এক হামলায় নিহত হয়েছেন বলে আজ জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী
ফিলিস্তিনের গাজায় হামাস সরকারের প্রধান রাভি মুশতাহা তিন মাস আগে এক হামলায় নিহত হয়েছেন বলে আজ জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী

হামলায় গাজায় হামাস সরকারের প্রধান নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় এ উপত্যকার শাসক গোষ্ঠী হামাস সরকারের প্রধান রাভি মুশতাহা নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তিন মাস আগে চালানো ওই হামলায় রাভি মুশতাহাসহ হামাসের আরও দুজন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন।

নিহত অপর দুজন হলেন সামেহ আল–সিরাজ ও সামি উদেহ। তাঁদের মধ্যে সামেহ আল-সিরাজ হামাসের রাজনৈতিক ব্যুরো নিরাপত্তা দেখভালের দায়িত্বে ছিলেন। আর সামি উদেহ হামাসের একজন কমান্ডার ছিলেন।

ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘মুশতাহা হামাসের সবচেয়ে জ্যেষ্ঠ নেতাদের একজন ছিলেন। হামাসের যোদ্ধাদের কোথায় কীভাবে মোতায়েন করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত প্রণয়নে সরাসরি প্রভাব রাখতেন তিনি।’

ইসরায়েলি বাহিনীর ভাষ্যমতে, রাভি মুশতাহার সঙ্গে হামাসের আরও দুই জে্যষ্ঠ নেতা ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালিয়ে সহস্রাধিক ব্যক্তিকে হত্যা ও আড়াই শর মতো মানুষকে জিম্মি করে নিয়ে আসেন হামাস যোদ্ধারা। এর জবাবে ওই দিন থেকেই গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। হামাসকে নির্মূল করার অভিযানের কথা বলে ইসরায়েলি বাহিনীর এক বছর ধরে সেখানে নির্বিচারে বোমা হামলা চালিয়ে আসছে। এর মধ্যে সেখানে স্থল অভিযানও চালিয়েছেন ইসরায়েলি সেনারা। তাঁদের হামলায় ৪১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।