ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশে একটি সেনা তল্লাশি ফাঁড়িতে আত্মঘাতী বোমা হামলায় সরকারপন্থী ১৬ সেনা নিহত ও ১৮ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
গতকাল শুক্রবার মুদিয়াহ জেলায় ওই হামলা হয়। হামলাকারী একটি গাড়িতে ছিলেন। সেটি ওই ফাঁড়ির সামনে আসামাত্র বিস্ফোরিত হয় বলে জানান ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী কমান্ড সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মুখপাত্র মোহামেদ আল নকিব।
আল-কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) ওই হামলার দায় স্বীকার করেছে বলে যুক্তরাষ্ট্রভিত্তিক ‘সাইট’ ইনটেলিজেন্স গ্রুপ জানায়। আল–কায়েদার ইয়েমেন ও সৌদি আরব শাখা ২০০৯ সালে একিউএপি গঠন করে ও দেশটিতে (ইয়েমেন) গৃহযুদ্ধের বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ কাজে লাগায়।
গত মার্চেও ইয়েমেনে সেনাবাহিনীর একটি তল্লাশিচৌকি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছিল একিউএপি। ওই হামলায় দুই সেনা নিহত হন।
সাম্প্রতিক বছরগুলোতে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে এসটিসির সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো লক্ষ্য করে মাঝেমধ্যেই হামলা চালাচ্ছে একিউএপি। এসটিসি সংযুক্ত আরব আমিরাতের সমর্থনপুষ্ট।
গত মার্চেও সেনাবাহিনীর একটি তল্লাশিচৌকি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছিল একিউএপি। ওই হামলায় দুই সেনা নিহত হন।