গাজার পূর্ব দিকের একটি আবাসিক এলাকায় ইসরায়েলি হামলার পর শিশুদের নিয়ে কান্নায় ভেঙে পড়েন এক নারী
গাজার পূর্ব দিকের একটি আবাসিক এলাকায় ইসরায়েলি হামলার পর শিশুদের নিয়ে কান্নায় ভেঙে পড়েন এক নারী

গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিক ও হাসপাতালকর্মীসহ ৪৫ জন নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে হাসপাতালকর্মী এবং একটি ফিলিস্তিনি টিভি চ্যানেলের সংবাদকর্মীরাও আছেন। ফিলিস্তিনি কয়েকটি সূত্র এ তথ্য জানিয়েছে।

বেইত লাহিয়া এলাকায় অবস্থিত কামাল আদওয়ান হাসপাতালের প্রধান হোসাম আবু সাফিয়া বলেন, ইসরায়েলি হামলায় পাঁচ হাসপাতালকর্মী নিহত হয়েছেন। তাঁদের মধ্যে আছেন একজন শিশুবিশেষজ্ঞ, একজন ল্যাব টেকনিশিয়ান, অ্যাম্বুলেন্সের দুই কর্মী এবং রক্ষণাবেক্ষণে নিযুক্ত এক কর্মী।

ইসরায়েলি সেনাবাহিনীর কাছে এ ব্যাপারে তাৎক্ষণিক মন্তব্য জানতে চাওয়া হয়েছিল। তবে সাড়া পাওয়া যায়নি।

দুই মাসের বেশি সময় ধরে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের বড় অভিযান চলার মধ্যে ওই এলাকায় হাতে গোনা কয়েকটি হাসপাতাল সক্রিয় আছে, তারই একটি কামাল আদওয়ান হাসপাতাল।

এ বছরের ৬ অক্টোবর থেকে গাজার উত্তরাঞ্চলে বড় ধরনের ওই অভিযান চালাচ্ছে ইসরায়েল। তাদের দাবি, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সদস্যরা যেন নতুন করে সংগঠিত না হতে পারেন, তা নিশ্চিত করতে হামলা চালাচ্ছে তারা।

এদিকে গাজার অন্য প্রান্তে অবস্থিত খান ইউনিস এলাকার নাসের হাসপাতালের প্রধান শিশুচিকিৎসক বলেছেন, শীতকালীন প্রচণ্ড ঠান্ডার মধ্যে শরীরের তাপমাত্রা কমে চলতি সপ্তাহে তিন শিশু মারা গেছে।

চিকিৎসক আহমেদ আল ফারা সর্বশেষ তিন সপ্তাহ বয়সী এক মেয়েশিশুর মৃত্যুর কথা উল্লেখ করেন। তিনি বলেন, শিশুটিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। তার শরীরের তাপমাত্রা প্রচণ্ড কমে গিয়েছিল। আর এতে তার মৃত্যু হয়েছে।

এর আগে গত মঙ্গলবার তিন দিন এবং এক মাসের কম বয়সী দুই শিশু মারা গেছে বলে জানান তিনি।

সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের সঙ্গে সংশ্লিষ্ট ফিলিস্তিনি টিভি চ্যানেল আল কুদস টুডে কর্তৃপক্ষ বলেছে, গতকাল বৃহস্পতিবার গাজার মধ্যাঞ্চলে এক ইসরায়েলি হামলায় তাদের পাঁচ সংবাদকর্মী নিহত হয়েছেন। গাজায় তাঁদের গাড়ি লক্ষ্য করে ওই হামলা হয়েছিল। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা সন্ত্রাসীদের একটি দলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, নুসেইরাতে আল আওদা হাসপাতালের বাইরে পার্ক করে রাখা একটি গাড়ি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।

এ ছাড়া গাজার উদ্ধারকারী সংস্থা সিভিল ডিফেন্স বলেছে, গতকাল গাজায় ইসরায়েলি হামলায় আরও কয়েকজন নিহত হয়েছেন। এর মধ্যে গাজা নগরীর পশ্চিমে একটি বাড়িতে হামলায় ১৩ জন নিহত হয়েছেন। বাস্তুচ্যুত পরিবারগুলো ওই বাড়িতে আশ্রয় নিয়েছিল।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গাজা উপত্যকায় হামলায় তাদের দুই সেনা নিহত হয়েছেন। এর মধ্য দিয়ে গাজা উপত্যকায় স্থল অভিযান শুরুর পর থেকে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৩৯১-তে দাঁড়িয়েছে।

ইসরায়েলি সরকারি কর্মকর্তার বরাতে এএফপির পরিসংখ্যান বলছে, গাজায় গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া হামলায় এ পর্যন্ত ১ হাজার ২০৮ জনের প্রাণহানি হয়েছে। তাঁদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। আর হামাস–নিয়ন্ত্রিত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৪৫ হাজার ৩৯৯ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশির ভাগই বেসামরিক নাগরিক।