ইরানে ‘নজিরবিহীন’ তাপের কারণে দুই দিনের ছুটি ঘোষণা

ইরানের অনেক শহর ইতিমধ্যে অস্বাভাবিক দাবদাহের কবলে পড়েছে
ছবি: এএফপি

নজিরবিহীন তাপের কারণে ইরানে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত সরকারি ঘোষণা আসে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়। ঘোষণা অনুযায়ী দেশটিতে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে।

দেশটির কর্তৃপক্ষ বয়স্ক ও স্বাস্থ্যগত ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বাড়িতে অবস্থান করার পরামর্শ দিয়েছে।

ইরানের দক্ষিণাঞ্চলের অনেক শহর ইতিমধ্যে অস্বাভাবিক দাবদাহের কবলে পড়েছে।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চলতি সপ্তাহে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর আহভাজে তাপমাত্রা ১২৩ ডিগ্রি ফারেনহাইট (৫১ সেলসিয়াস) ছাড়িয়ে যায়।

সরকারি মুখপাত্র আলি বাহাদোরি-জাহরোমিকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আজ ও কাল ছুটি থাকবে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইরানের হাসপাতালগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে।

আজ ইরানের রাজধানী তেহরানের তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোয় বিশ্বের বড় একটা অংশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যেতে দেখা গেছে। এর পেছনে মনুষ্যসৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তনের যোগসূত্র দেখছেন বিজ্ঞানীরা।