গাজার উত্তরাঞ্চলে ইন্দোনেশিয়ান হাসপাতাল প্রাঙ্গণে ইসরায়েলের বোমা হামলায় ১২ জন নিহত হয়েছেন। গাজার হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছে। নিহত ব্যক্তিদের মধ্যে চিকিৎসক ও রোগী আছেন।
গাজার উত্তরাঞ্চলে বড় হাসপাতালগুলোর একটি ইন্দোনেশিয়ান হাসপাতাল। কর্তৃপক্ষের অভিযোগ, গতকাল রোববার কোনো ধরনের পূর্বসতর্কতা না দিয়ে ইসরায়েলি বাহিনী ট্যাংক নিয়ে হাসপাতালটি ঘিরে ফেলে এবং হামলা চালায়। ইসরায়েলি ট্যাংক এখনো হাসপাতালের চারপাশ ঘিরে রেখেছে।
গাজায় নিযুক্ত আল–জাজিরা প্রতিনিধি সাফওয়াত আল কাহলুত বলেছেন, মনে হচ্ছে আল–শিফা হাসপাতালে যা ঘটেছে ইসরায়েলি বাহিনী তারই পুনরাবৃত্তি ঘটাতে যাচ্ছে এবার ইন্দোনেশিয়ান হাসপাতালে। তারা ইন্দোনেশিয়ান হাসপাতালটিও দখল করে নিতে পারে।
হামলায় হাসপাতালটির জেনারেটর ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বোমা হামলা চলার মধ্যে মুঠোফোনের আলো ব্যবহার করে চিকিৎসাকর্মীরা রোগীদের অস্ত্রোপচার করতে বাধ্য হয়েছেন।
ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি গোলার আঘাতে হাসপাতালের তৃতীয় তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা বলেছেন, হাসপাতালটির অবস্থা বিপর্যয়পূর্ণ।
ইসরায়েলি বাহিনী ক্রমেই হামলা জোরদার করছে। তবে হাসপাতালটির কর্মীরা বলেছেন, আহত ব্যক্তিদের চিকিৎসা দিতে তাঁরা হাসপাতালে থেকে যাবেন।
হাসপাতালের ভেতরে চিকিৎসাকর্মী, আহত ব্যক্তিসহ প্রায় ৭০০ মানুষ অবস্থান করছেন বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।