গাজায় ইসরায়েলি বোমায় সন্তান হারানো মায়েদের কান্না থামছে না। খান ইউনিস, গাজা, ফিলিস্তিন, ২১ নভেম্বর ২০২৪
গাজায় ইসরায়েলি বোমায় সন্তান হারানো মায়েদের কান্না থামছে না। খান ইউনিস, গাজা, ফিলিস্তিন, ২১ নভেম্বর ২০২৪

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তির সংখ্যা ৪৪ হাজার ছাড়াল

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনে গত ১৩ মাসে নিহত ব্যক্তির সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে। এ উপত্যকার স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত ব্যক্তিদের নিয়ে প্রকাশ করা এ পরিসংখ্যানে বেসামরিক লোকজন ও হামাস যোদ্ধাদের আলাদা করেনি। তবে মন্ত্রণালয় উল্লেখ করেছে, নিহত ব্যক্তিদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। ইসরায়েল অবশ্য কোনো প্রমাণ না দিয়ে দাবি করেছে, তাদের হাতে গাজায় ১৭ হাজারের বেশি যোদ্ধা নিহত হয়েছেন।

হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৪৪ হাজার ৫৬ জন। আর আহত ব্যক্তিদের সংখ্যা ১ লাখ ৪ হাজার ২৬৮। তবে নিহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে জানায় উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কেননা বহু মরদেহ বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে এবং এমন অনেক এলাকা রয়েছে, যেখানে স্বাস্থ্যকর্মীরা যেতে পারেননি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত বছরের ৭ অক্টোবর হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত উপত্যকাটিতে নিহত হয়েছেন ৪৪ হাজার ৫৬ জন। আর আহত ব্যক্তিদের সংখ্যা ১ লাখ ৪ হাজার ২৬৮। তবে নিহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে জানায় মন্ত্রণালয়। কেননা বহু মরদেহ বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে এবং এমন অনেক এলাকা রয়েছে, যেখানে স্বাস্থ্যকর্মীরা যেতে পারেননি।