জর্ডানের বাদশাহ আবদুল্লাহ (ডানে)
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ (ডানে)

ইরান ও ইসরায়েলের ‘যুদ্ধের মঞ্চ’ হবে না জর্ডান: বাদশাহ আবদুল্লাহ

জর্ডানের বাদশাহ আবদুল্লাহ দ্বিতীয় বলেছেন, তাঁর দেশ কখনোই ‘আঞ্চলিক যুদ্ধের মঞ্চে’ পরিণত হবে না। গত শনিবার ইসরায়েল লক্ষ্য করে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের একাংশ ধ্বংস করার পর গতকাল মঙ্গলবার এ কথা বলেন তিনি।

অন্য সবকিছুর আগে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে জর্ডান বদ্ধপরিকর বলে উল্লেখ করেন বাদশা। তিনি বলেন, ইসরায়েলকে হামলা থেকে রক্ষার চেয়ে নিজেদের সার্বভৌমত্ব রক্ষাই ছিল জর্ডানের উদ্দেশ্য।

গত শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর মধ্যে দেড় শ ছিল ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র। তবে সেগুলোর বেশির ভাগই ইসরায়েলের আকাশসীমা পৌঁছানোর আগে ধ্বংস করা হয়েছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের সামরিক বাহিনীর সঙ্গে যোগ দিয়েছিল জর্ডান। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন জর্ডানের নাগরিকেরা।

এ ঘটনা নিয়ে এর আগে গতকাল মঙ্গলবার জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ানোর মাধ্যমে গাজা থেকে বিশ্ববাসীর নজর সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এটা থেকে তাঁকে বিরত রাখা।