ইসরায়েলি হামলায় গাজায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঘরবাড়ি। এর মধ্যেই কোনো রকম তাঁবু টানিয়ে আশ্রয় নিয়েছেন এক ফিলিস্তিনি নারী
ইসরায়েলি হামলায় গাজায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঘরবাড়ি। এর মধ্যেই কোনো রকম তাঁবু টানিয়ে আশ্রয় নিয়েছেন এক ফিলিস্তিনি নারী

গাজায় জাবালিয়া শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় নিহত ৩১

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে টানা ১৯ দিন ধরে অবরোধ দিয়ে রেখেছে ইসরায়েল। চালানো হচ্ছে একের পর এক হামলা, অভিযান। এবার জাবালিয়া শরণার্থীশিবিরে ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলা থেকে কিছুই বাদ যাচ্ছে না। শরণার্থীশিবির, বিদ্যালয়, এমনকি হাসপাতালেও হামলার ঘটনা ঘটেছে। গাজায় এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে উদ্বাস্তু হওয়া ফিলিস্তিনিদের আশ্রয়স্থলেও ফেলা হচ্ছে বোমা।

আল–জাজিরার প্রতিবেদনের তথ্য, ইসরায়েলি বোমার আঘাতে জাবালিয়ায় শরণার্থীশিবিরে গতকাল বুধবার এক দিনে ৩১ জন নিহত হয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তবর্তী এলাকায় নজিরবিহীন হামলা চালিয়ে ৩০০ সেনাসহ প্রায় ১ হাজার ১৪০ জনকে হত্যা করেন হামাসের যোদ্ধারা। গাজায় বন্দী করে নিয়ে আসেন প্রায় ২৫০ জনকে।

হামাসের হামলার জবাবে ওই দিন থেকেই অবরুদ্ধ গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। ২৩ লাখ বাসিন্দার এই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় এক বছরে নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়ে গেছে।