গাজায় হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের মুক্তির দাবিতে বিক্ষোভ। তেল আবিব, ইসরায়েল, ৩০ নভেম্বর
গাজায় হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের মুক্তির দাবিতে বিক্ষোভ। তেল আবিব, ইসরায়েল, ৩০ নভেম্বর

গাজায় এ পর্যন্ত ৩৩ জন জিম্মি নিহত হয়েছেন, জানাল হামাস

ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে থাকা ৩৩ জন জিম্মি নিহত হয়েছেন। ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ শুরুর পর গত প্রায় ১৪ মাসে এসব জিম্মি নিহত হন বলে জানিয়েছে হামাস।

হামাসের পক্ষ থেকে গতকাল সোমবার এক ভিডিও বার্তায় জিম্মি নিহতের এ সংখ্যা জানানো হয়।

ভিডিও বার্তায় আরও বলা হয়, ‘যুদ্ধাপরাধী নেতানিয়াহুর হঠকারিতা’ এবং তাঁর ‘চলমান আগ্রাসনের কারণে’ গাজায় এসব জিম্মি নিহত হয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা করে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। এএফপির হিসাবে, এতে নিহত হন ১ হাজার ২০৮ জন। বেশিরভাগই বেসামরিক মানুষ। হামাসের হাতে জিম্মি হন আরও ২৫১ জন।

ওই দিনই গাজা উপত্যকায় পাল্টা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সর্বাত্মক যুদ্ধ এখনো চলছে। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় এখন পর্যন্ত নারী–শিশুসহ প্রায় সাড়ে ৪৪ হাজার মানুষ নিহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য এটা।