গাজায় এক দিনে ৬০০ স্থাপনায় হামলা ইসরায়েলের

ইসরায়েলি সেনাদের ছোড়া গোলায় জ্বলছে বড় একটি এলাকা। গাজার উত্তর সীমান্ত, ২৯ অক্টোবর
ছবি: এএফপি

তিন সপ্তাহ ধরে গাজায় নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এর ধারাবাহিকতায় গতকাল রোববার ফিলিস্তিনি ভূখণ্ডটির ৬০০ স্থাপনায় হামলা চালানো হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, হামলার চালানো স্থাপনাগুলো ছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের।

এর আগে গত শনিবার ফিলিস্তিনের ৪৫০টি স্থাপনায় হামলা চালিয়েছিল ইসরায়েলের বাহিনী।

এদিকে আল-জাজিরার প্রতিবেদনের তথ্য বলছে, উত্তর গাজার আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দাবি, সেখানে ট্যাংক ধ্বংস করতে সক্ষম ক্ষেপণাস্ত্রব্যবস্থা মোতায়েন করা হচ্ছিল।

গাজায় ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় বিদ্যালয়, হাসপাতাল, সরকারি দপ্তর, উপাসনালয়—কিছুই রক্ষা পায়নি। গাজার সরকারি তথ্য দপ্তর জানিয়েছে, গত তিন সপ্তাহে সেখানে ২০৩টি বিদ্যালয় ভবনে হামলা হয়েছে। ধ্বংস হয়েছে ৮০টি সরকারি দপ্তর। ধ্বংস হয়েছে ৪৭টি মসজিদ ও ৭টি গির্জা।

ইসরায়েল ৭ অক্টোবর হামলা শুরুর পর গতকাল পর্যন্ত ৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে। এর মধ্যে ৩ হাজারের বেশি শিশু এবং ২ হাজারের বেশি নারী। আহত হয়েছেন ২০ হাজারের বেশি।