হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের মুক্তির দাবিতে ইসরায়েলিদের মধ্যে ক্ষোভ ক্রমে বাড়ছে। এর প্রকাশ ঘটেছে রাজপথেও। স্থানীয় সময় গতকাল শনিবার ইসরায়েলের তেল আবিবের রাজপথে হাজারো মানুষ বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের দাবি, জিম্মি মুক্তির জন্য দ্রুত একটি চুক্তি করতে হবে।
জিম্মিদের স্বজনেরা প্রতিবাদ আয়োজন করেছিলেন। সেখানে জিম্মিদের ছবিসহ প্ল্যাকার্ড নিয়ে হাজির হন অনেকে। ইসরায়েলের তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে, ৩০ মার্চসড়কে আগুন জ্বালিয়ে হাজারো মানুষের প্রতিবাদ-বিক্ষোভ। ইসরায়েলের তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে, ৩০ মার্চবিক্ষোভকারীরা সড়কে আগুন জ্বালিয়েছেন। সেই আগুন নেভানোর চেষ্টা করছেন এক পুলিশ সদস্য। ইসরায়েলের তেল আবিবে, ৩০ মার্চইসরায়েলের জাতীয় পতাকা শরীরে জড়িয়ে বিক্ষোভে শামিল হয়েছেন একজন। তেল আবিব, ৩০ মার্চপানি ছিটিয়ে বিক্ষোভকারীদের রাজপথ থেকে সরানোর চেষ্টা করে পুলিশ। ইসরায়েলের তেল আবিবে, ৩০ মার্চ।