হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের মুক্তির দাবিতে ইসরায়েলিদের মধ্যে ক্ষোভ ক্রমে বাড়ছে। এর প্রকাশ ঘটেছে রাজপথেও। স্থানীয় সময় গতকাল শনিবার ইসরায়েলের তেল আবিবের রাজপথে হাজারো মানুষ বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের দাবি, জিম্মি মুক্তির জন্য দ্রুত একটি চুক্তি করতে হবে।