ইসরায়েলের হামলা থেকে রেহাই পাচ্ছে না ফিলিস্তিনের গাজা উপত্যকার হাসপাতালগুলো। গতকাল শুক্রবার উত্তর গাজার আল-শিফা হাসপাতালে আঘাত হেনেছে ইসরায়েলি বাহিনীর বোমা। গাজার শাসকগোষ্ঠী হামাস জানিয়েছে, আল-শিফা হাসপাতালে হামলায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আজও হাসপাতালটি ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী।
জ্বালানিসংকটের কারণে হাসপাতালটিতে সব ধরনের অস্ত্রোপচার বন্ধ রাখা হয়েছে। হাসপাতালটির পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া বলেছেন, ‘আমরা নিশ্চিত মৃত্যু থেকে মাত্র কয়েক মিনিট দূরে আছি।’
আবু সালমিয়া আরও বলেন, হাসপাতালের ভবনগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। কোনো ব্যক্তি হাসপাতাল চত্বরে বের হলেই ইসরায়েলি সেনাদের হামলার শিকার হচ্ছেন।
এমন পরিস্থিতিতে হাসপাতালটির পরিচালক বলেন, ‘হাসপাতালের ইনকিউবেটরে চিকিৎসাধীন এক নবজাতককে সেবা দিতে দিতে এক ইউনিট থেকে আরেক ইউনিটে যাওয়ার সময় একজন স্বাস্থ্যকর্মীকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ইনকিউবেটরের ভেতরে একটি শিশুকে আমরা বাঁচাতে পারিনি। এ ছাড়া ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি এক তরুণকেও আমরা হারিয়েছি।’
গাজার উপস্বাস্থ্যমন্ত্রী ইউসেফ আবু আল-রিশ আল শিফা হাসপাতালের ভেতরে অবস্থান করছেন। তিনি বলেন, জ্বালানির অভাবে সব জেনারেটর বন্ধ হয়ে গেছে। এ ছাড়া হাসপাতালে বিদ্যুতের সব উৎস বন্ধ হয়ে গেছে। ইনকিউবেটরে ৩৯ নবজাতক রয়েছে। তারা সবাই মৃত্যুর সঙ্গে লড়াই করছে।