ফিলিস্তিনের গাজার একেবারে দক্ষিণে রাফা এলাকায় প্রবেশের জন্য প্রস্তুত থাকতে ইসরায়েলি সেনাদের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর আগে হামাসের তিন ধাপের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি।
দীর্ঘ পাঁচ মাস ধরে চলা ইসরায়েলি হামলার মুখে বর্তমানে রাফায় আশ্রয় নিয়েছেন উপত্যকাটির বেশির ভাগ বাসিন্দা। নেতানিয়াহু এমন সময় এ নির্দেশ দিলেন, যখন গতকাল বৃহস্পতিবার মিসরের রাজধানী কায়রোয় নতুন এক যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনায় বসার কথা ছিল ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের।
যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির এ চুক্তি নিয়ে বেশ কয়েক দিন ধরে আলোচনা চলছিল। ইসরায়েল ওই চুক্তির প্রস্তাবে সায় দিয়েছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার পর চুক্তির প্রস্তাব নিয়ে নিজেদের দাবিগুলো জানিয়েছে হামাস। ওই দাবিগুলোকে ‘উদ্ভট’ আখ্যা দেওয়ার পরই রাফায় অভিযান চালানোর প্রস্তুতির নির্দেশ দিলে বেনিয়ামিন নেতানিয়াহু।
গত বুধবার টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, তিনি সামরিক বাহিনীকে রাফায় অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন। আশা করছেন আসন্ন মাসগুলোয় পুরোপুরি জয় পাবেন তাঁরা। যুদ্ধবিরতি নিয়ে হামাসের দাবির বিষয়ে তাঁর ভাষ্য, ‘আমরা হামাসের যেসব উদ্ভট দাবির কথা শুনেছি, সেগুলো শুধুই আরেকটি হত্যাযজ্ঞ ডেকে আনবে।’
তবে হামাসের দাবির পরও যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী মধ্যপ্রাচ্য সফররত অ্যান্টনি ব্লিঙ্কেন।
রাফায় হামলা চালাতে ইসরায়েলি সেনাদের নির্দেশের পর ব্যাপক আতঙ্কে রয়েছেন মিসর সীমান্তবর্তী এলাকাটিতে আশ্রয় নেওয়া লোকজন। জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস বলেছেন, ‘এই মানুষগুলো ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছেন। বেঁচে থাকার জন্য তাঁদের প্রয়োজনীয় জিনিস নেই। তাঁরা ক্ষুধা, রোগবালাই ও মৃত্যুর শিকার হচ্ছেন। যুদ্ধ যখন রাফার দিকে এগিয়ে যাচ্ছে, তখন আমি এই মানুষগুলোর নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন।’
গতকাল গাজা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত উপত্যকাটিতে নিহত হয়েছেন ২৭ হাজার ৮৪০ জন।
এদিকে গাজায় চলমান সংঘাতের মধ্যে গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি হয়েছিল। নতুন করে আবার যুদ্ধবিরতির লক্ষ্যে চলমান তৎপরতার মধ্যে কায়রোয় গতকাল আলোচনায় বসার কথা ছিল হামাস ও ইসরায়েলের। চুক্তির মধ্যস্থতাকারী দেশ মিসরের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।