ফিলিস্তিনের গাজার রাফা এলাকায় লড়াইয়ে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার এই সেনা নিহত হন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। গত সপ্তাহে গাজার সর্ব দক্ষিণের ওই এলাকায় শুরু করা স্থল অভিযানে এই প্রথম কোনো ইসরায়েলি সেনা নিহত হলেন।
বুধবার এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, নিহত ওই সেনার নাম সার্জেন্ট আইরা ইয়ার জিস্পান। ১৯ বছর বয়সী আইরা ইসরায়েলের পেতাহ তিভকা এলাকার বাসিন্দা। তিনি সপ্তম আর্মড ব্রিগেডের ৭৫তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের আকস্মিক হামলার কয়েক ঘণ্টা পর যুদ্ধ ঘোষণা করে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিছুদিন পরই গাজা স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এই স্থল অভিযানে এ নিয়ে ২৭৩ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ উপেক্ষা করে গত সপ্তাহে রাফায় স্থল অভিযান শুরু করে ইসরায়েল। বর্তমানে শহরটির দক্ষিণ-পূর্বাঞ্চলের ছোট একটি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, পূর্ব রাফায় অভিযান চালানোর সময় গিভাতি ব্রিগেড হামাসের একটি প্রশিক্ষণ কেন্দ্রে হানা দেয়। এ সময় কয়েকজন অস্ত্রধারীকে হত্যা এবং অস্ত্রশস্ত্র জব্দ করেন সেনারা। প্রশিক্ষণের জন্য হামাসের ব্যবহার করা ইসরায়েলি সামরিক বাহিনী কিছু ‘নকল সাঁজোয়া যানও’ সেনারা শনাক্ত করেন।
ইসরায়েলের দাবি, হামাসের এখনো অবশিষ্ট থাকা ছয়টি ব্যাটালিয়নের চারটি রাফায় রয়েছে। পাশাপাশি হামাসের নেতৃত্বের বড় অংশ এবং লুকিয়ে রাখা ইসরায়েলি জিম্মিদের অনেকে সেখানে রয়েছেন।
ইসরায়েলের হামলার মুখে উত্তর ও মধ্য গাজা থেকে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি রাফায় আশ্রয় নিয়েছিলেন। ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরু করলে গত কয়েক দিনে সাড়ে চার লাখের বেশি ফিলিস্তিনি রাফা ছেড়ে যান। জাতিসংঘ জানিয়েছে, দক্ষিণ গাজার পাশাপাশি উত্তর গাজায়ও নতুন করে স্থল অভিযান শুরু করলে ৬ মে থেকে ছয় লাখের বেশি ফিলিস্তিনি নতুন করে বাস্তুচ্যুত হন।
এদিকে, বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই নারী ও শিশু।