সামরিক নজরদারির কাজ আরও উন্নত করছে ইসরায়েল। এ লক্ষ্যে নতুন গোয়েন্দা কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) উৎক্ষেপণ করেছে দেশটি। গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলের দাবি, তাদের নতুন স্যাটেলাইট উন্নত মানের নজরদারি–সুবিধা দিতে সক্ষম।
রয়টার্স জানিয়েছে, ইরানের মতো শত্রুকে নজরদারিতে রাখার জন্য সক্ষমতা আরও বাড়াচ্ছে ইসরায়েল। ইরানের পারমাণবিক সক্ষমতাকে বড় ধরনের হুমকি হিসেবে বিবেচনা করছে দেশটি।
ইসরায়েলের নতুন স্যাটেলাইটের নাম ‘ওফেক ১৬’। এটি গতকাল সকালে মধ্য ইসরায়েলের একটি উৎক্ষেপণকেন্দ্র থেকে স্থানীয়ভাবে তৈরি সাভিট রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়। এর আগেও এখান থেকে ওফেক স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ বলেন, ‘আমরা সবদিক থেকে সবখানেই ইসরায়েলকে ক্ষমতাশালী করার পাশাপাশি সক্ষমতা বাড়াব। ওফেক ১৬ মূলত উচ্চ সক্ষমতার ইলেকট্রো-অপটিক্যাল রিকনাইসেন্স স্যাটেলাইট। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এ প্রকল্পের দায়িত্বে ছিল।’