আবু ইব্রাহিম আল-কুরায়শির মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করে নতুন নেতার নাম ঘোষণা করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এসব কথা বলা হয়।
আগে রেকর্ড করা একটি অডিও বার্তা গতকাল বৃহস্পতিবার অনলাইনে পোস্ট করে আইএস। এই অডিও বার্তায় জঙ্গিগোষ্ঠীর মুখপাত্র নিশ্চিত করেন যে আবু ইব্রাহিম আল-কুরায়শি মারা গেছেন। তিনি আইএসের প্রধান ছিলেন।
আবু ইব্রাহিম আল–কুরায়শি কবে, কোথায়, কীভাবে নিহত হয়েছেন, সে সম্পর্কে অডিও বার্তায় কিছু উল্লেখ করা হয়নি।
তবে যুক্তরাষ্ট্রের ভাষ্যমতে, গত ৩ ফেব্রুয়ারি সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে আইএস প্রধানের গোপন আস্তানায় মার্কিন বিশেষ বাহিনী অভিযান চালায়। ওই অভিযানেই ইরাকি নাগরিক আবু ইব্রাহিম আল–কুরায়শি বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেন। এ সময় তাঁর পরিবারের সদস্যরাও নিহত হন।
তখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, আবু ইব্রাহিম আল–কুরায়শির মৃত্যু বিশ্বের জন্য একটি বড় সন্ত্রাসী হুমকি দূর করেছে।
আইএসের অডিও বার্তায় বলা হয়, আবু আল-হাসান আল-হাশেমি আল-কুরায়শি এখন সংগঠনের নতুন প্রধান। তবে এই অডিও বার্তায় তাঁর পরিচয় সম্পর্কে কোনো বিবরণ দেওয়া হয়নি।
অডিও বার্তাটি দিয়েছেন আইএসের একজন নতুন মুখপাত্র। তাঁর নাম আবু উমর আল-মুহাজির। অডিও বার্তায় তিনি জানান, তাঁর পূর্বসূরি আবু হামজা আল-কুরায়শি সম্প্রতি মারা গেছেন।
উমর আল-মুহাজির বলেন, তিনি আইএসের নতুন নেতার আসল নাম প্রকাশ করতে পারছেন না। তবে তিনি অনুসারীদের নতুন নেতার প্রতি আনুগত্য প্রকাশের আহ্বান জানান।
আইএস একসময় পূর্ব ইরাক থেকে পশ্চিম সিরিয়া পর্যন্ত প্রায় ৮৮ বর্গকিলোমিটার এলাকা দখলে নিয়েছিল। কথিত ‘খেলাফত’ ঘোষণা করে এই বিস্তৃত অঞ্চলের প্রায় ৮০ লাখ অধিবাসীর ওপর আইএস তার নৃশংস ‘শাসনব্যবস্থা’ চাপিয়ে দিয়েছিল।
২০১৯ সালে আইএসকে তার দখল করা শেষ অঞ্চলটি থেকে বিতাড়িত করা হয়। কিন্তু জাতিসংঘ ধারণা করেছে, এখনো সিরিয়া ও ইরাকে ৬ থেকে ১০ হাজার আইএস যোদ্ধা রয়েছেন। তাঁরা বিভিন্ন সময় হামলা চালিয়ে যাচ্ছেন।