জর্ডানের যুবরাজ আল হুসেইন বিন আবদুল্লাহ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুবরাজের করোনায় সংক্রমিত হওয়া নিয়ে দেশটির রাজকীয় আদালত একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, যুবরাজ আল হুসেইনের করোনার টিকা নেওয়া আছে।
যুবরাজ আল হুসেইনের বর্তমান স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে জর্ডানের রাজকীয় আদালতের বিবৃতিতে বলা হয়, তাঁর করোনার মৃদু উপসর্গ রয়েছে। তাঁর বর্তমান স্বাস্থ্যগত অবস্থা বেশ ভালো।
এদিকে, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ ও রানি রানিয়ার করোনা পরীক্ষা করা হয়েছে বলে জানানো হয়। পরীক্ষায় তাঁদের করোনা ‘নেগেটিভ’ এসেছে।
জর্ডানের কর্তৃপক্ষ জানায়, পরীক্ষায় নেগেটিভ আসার পরও করোনার পূর্বসতর্কতার অংশ হিসেবে বাদশাহ আবদুল্লাহ ও রানি রানিয়া হোম কোয়ারেন্টিনে থাকবেন।
বাদশাহ আবদুল্লাহ ও রানি রানিয়া পাঁচ দিন হোম কোয়ারেন্টিনে থাকবেন বলে জানানো হয়েছে।