করোনা মহামারি শুরুর পর থেকে এক দিনে সর্বোচ্চ সংক্রমণ দেখল সৌদি আরব। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৫ হাজার ৩৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার এ তথ্য জানিয়েছে সৌদি সরকার।
সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় ৮ হাজার ৮৯৯ জনের মৃত্যু হলো।
সৌদি সরকারের হিসাব বলছে, দেশটিতে এখন পর্যন্ত মোট ৫ লাখ ৯৩ হাজার ৫৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৫ লাখ ৫২ হাজার ৫৭ জন। এদিকে দেশটি এ পর্যন্ত ৫ কোটি ২৯ লাখ ডোজের বেশি করোনার টিকা দিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশটিতে জনসংখ্যা প্রায় সাড়ে তিন কোটি।
সৌদি আরবে গত মাস থেকেই করোনার সংক্রমণ বাড়ছে। নতুন ধরন অমিক্রনের বিস্তার ঠেকাতে সম্প্রতি সামাজিক দূরত্বের বিধিনিষেধ আরোপ করা হয়েছে দেশটিতে। সরকার সব জায়গায় মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার বাধ্যবাধকতা জারি করেছে। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদেও একই নিয়ম চালু করা হয়েছে।
এর বাইরে পবিত্র ওমরাহ পালনে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। বলা হয়েছে, প্রথমবার ওমরাহ পালনের অন্তত ১০ দিন পর দ্বিতীয়বার ওমরাহ পালন করা যাবে। সব বয়সী মানুষকে এই নির্দেশনা মানতে হবে।