ইরানিদের প্রাণীপ্রেম

ইরান সরকার বাসাবাড়িতে পোষা প্রাণী না রাখার জন্য আইন করতে যাচ্ছে। এ জন্য পার্লামেন্টে প্রস্তাব গেছে। এ আইন পাস হয়ে গেলে দেশটিতে কেউ আর নিজের পোষা প্রাণী বাসায় রাখা বা এটি নিয়ে ঘুরে বেড়াতে পারবেন না। প্রস্তাবিত এ আইনকে বিতর্কিত বলছেন প্রাণী সংরক্ষণ আইন নিয়ে কাজ করা নানা সামাজিক সংগঠনের নেতারা। সমালোচনা চলছে দেশটিতে।

রাজধানী তেহরানে নিজের প্রিয় কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছেন এই নারী। তেহরান, ৭ ডিসেম্বর।
 ছবি: এএফপি
নতুন আইন পাস হয়ে গেলে এভাবে পোষা প্রাণী নিয়ে ইরানে আর হয়তো কেউ ঘুরতে পারবেন না। তেহরান, ৭ ডিসেম্বর
বাবা-মেয়ে প্রিয় কুকুরকে নিয়ে পার্কে ঘুরতে বেরিয়েছেন। তেহরান, ৭ ডিসেম্বর
বাসায় নিজের প্রিয় পোষা প্রাণীর সঙ্গে এই নারী। উত্তর তেহরান, ৫ ডিসেম্বর
ইরানে প্রস্তাবিত আইন পাস হয়ে গেলে এভাবে নিজের প্রিয় পোষা প্রাণী নিয়ে আর হয়তো কেউ ঘুরতে পারবেন না। তেহরান, ৭ ডিসেম্বর
বাসায় নিজের প্রিয় প্রাণীর সঙ্গে আনন্দঘন সময় পার করছেন এই দম্পতি। উত্তর তেহরান, ৫ ডিসেম্বর
পার্কে প্রিয় পোষা প্রাণীর সঙ্গে খেলছে এরা। তেহরান, ৭ ডিসেম্বর
বাসায় নিজের প্রিয় পোষা প্রাণীর সঙ্গে এই নারী। উত্তর তেহরান, ৫ ডিসেম্বর