ইতিহাসের এই দিনে: নেপচুন গ্রহের সন্ধান

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৩ সেপ্টেম্বর। চলুন দেখি বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

জেমস ওয়েব টেলিস্কোপে ধারণ করা নেপচুন গ্রহের আলোকচিত্র
ছবি: এএফপি

আবিষ্কার হয় নেপচুন গ্রহ

১৮৪৬ সালের ২৩ সেপ্টেম্বর। জার্মান জ্যোতির্বিদ জোহান গটফ্রাইড প্রথমবারের মতো নেপচুন গ্রহের সন্ধান পান। তিনি জার্মানির বার্লিন থেকে টেলিস্কোপের মাধ্যমে গ্রহটির সন্ধান পান। এ জন্য তিনি ফরাসি জ্যোতির্বিদ আরবেইন জ্যঁ জোসেফ লে ভেরিয়ের ও ব্রিটিশ জ্যোর্তিবিদ জন কোচ অ্যাডামসের গাণিতিক সমীকরণ ব্যবহার করেন।

ইশারা ভাষা দিবস

বিশ্বজুড়ে বধির মানুষেরা ইশারা ভাষায় কথা বলেন। তাঁদের জন্য বছরে একটি দিন রয়েছে। ২৩ সেপ্টেম্বর সেই দিন। ২০১৮ সাল থেকে প্রতিবছর আজকের দিনে ইশারা ভাষা দিবস বা ইন্টারন্যাশনাল ডে অব সাইন ল্যাঙ্গুয়েজ পালন করা হয়। ওয়ার্ল্ড ফেডারেশন অব দ্য ডেফ–এর অনুরোধে জাতিসংঘ এ দিবস ঘোষণা করে।

কম্পিউটার গেম জায়ান্ট হিসেবে আত্মপ্রকাশ করেছে নিনতেন্দো

নিনতেন্দোর যাত্রা শুরু

১৮৮৯ সালের ২৩ সেপ্টেম্বর জাপানের কিয়োটোতে যাত্রা শুরু করে নিনতেন্দো। এর প্রতিষ্ঠাতা জাপানি উদ্যোক্তা ফুসাজিরো ইয়ামাউচি। শুরুতে খেলার কার্ড বানাত প্রতিষ্ঠানটি। কালের বিবর্তনে কম্পিউটার গেম জায়ান্ট হিসেবে আত্মপ্রকাশ করে নিনতেন্দো। বিশ্বের অন্যতম জনপ্রিয় কম্পিউটার গেম ‘সুপার মারিও’ বানিয়েছে প্রতিষ্ঠানটি।

টানা পাঁচ অলিম্পিকে সোনা জয়

ব্রিটিশ অ্যাথলেট স্টিভ রেডগ্রেভ ২০০০ সালের এ দিনে সিডনি অলিম্পিকে সোনা জিতেন। এর মধ্য দিয়ে অনন্য একটি রেকর্ড গড়েন তিনি। স্টিভ প্রথম ব্যক্তি যিনি পর পর পাঁচটি অলিম্পিকে সোনা জিতেছেন।