দীর্ঘ ১৮ বছরের দাম্পত্যজীবনের ইতি টেনেছেন জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগোয়ার। কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো গতকাল বুধবার এ ঘোষণা দেন। সোফিও একই ঘোষণা দিয়েছেন। এ ঘোষণার মধ্য দিয়ে দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে।
ট্রুডো-সোফির দাম্পত্যজীবন অনেকের কাছেই অনুকরণীয় ছিল। তাই তাঁদের বিচ্ছেদের অপ্রত্যাশিত ঘোষণা অনেককেই হতবাক করেছে। ট্রুডো-সোফির দাম্পত্যজীবনের নানা মুহূর্ত ছবিতে তুলে ধরেছে বার্তা সংস্থা রয়টার্স।