ট্রুডো-সোফির বিচ্ছেদ: আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে

দীর্ঘ ১৮ বছরের দাম্পত্যজীবনের ইতি টেনেছেন জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগোয়ার। কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো গতকাল বুধবার এ ঘোষণা দেন। সোফিও একই ঘোষণা দিয়েছেন। এ ঘোষণার মধ্য দিয়ে দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে।

ট্রুডো-সোফির দাম্পত্যজীবন অনেকের কাছেই অনুকরণীয় ছিল। তাই তাঁদের বিচ্ছেদের অপ্রত্যাশিত ঘোষণা অনেককেই হতবাক করেছে। ট্রুডো-সোফির দাম্পত্যজীবনের নানা মুহূর্ত ছবিতে তুলে ধরেছে বার্তা সংস্থা রয়টার্স।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে জাস্টিন ট্রুডো ও নববধূ সোফি গ্রেগোয়ার। ২০০৫ সালের ২৮ মে, কানাডার মন্ট্রিয়লে
নির্বাচনের রাতের পার্টিতে স্ত্রী সোফি গ্রেগোয়ারকে ভালোবাসার চুম্বন জাস্টিন ট্রুডোর। ২০২১ সালের ২১ সেপ্টেম্বর, কানাডার কুইবেকে
নবদম্পতি জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগোয়ার। ২০০৫ সালের ২৮ মে, কানাডার মন্ট্রিয়লে
স্ত্রী, তিন সন্তানসহ তাজমহলের সামনে জাস্টিন ট্রুডো। ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি, ভারতের আগ্রায়
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনকে অভ্যর্থনা জানাচ্ছেন জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগোয়ার, সঙ্গে তাঁদের তিন সন্তান। ২০২৩ সালের ২৩ মার্চ, কানাডার অটোয়ায়। ছবি: রয়টার্স
তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাচ্ছেন জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগোয়ার। ২০১৮ সালের ৮ জুন, কানাডার কুইবেকে
মেয়ে এলা গ্রেস ও স্ত্রী সোফি গ্রেগোয়ারকে নিয়ে মহাপ্রাচীর পরিদর্শনে জাস্টিন ট্রুডো। ২০১৬ সালের ১ সেপ্টেম্বর, চীনে
তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগোয়ার। ২০১৬ সালের ২৯ জুন, কানাডার পার্লামেন্টে
স্ত্রী-সন্তানসহ নির্বাচনী প্রচারে জাস্টিন ট্রুডো। ২০১৯ সালের ১৪ অক্টোবর, কানাডার অন্টারিওতে
যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটনের সঙ্গে জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগোয়ার। ২০১৬ সালের ২৪ সেপ্টেম্বর, কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায়
এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া অবসানে গ্লোবাল সিটিজেন কনসার্টে জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগোয়ার। ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর, কানাডার কুইবেকে
করোনার টিকা নেওয়ার পর অভিব্যক্তি প্রকাশ করছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সঙ্গে সোফি গ্রেগোয়ার। ২০২১ সালের ২৩ এপ্রিল, কানাডার অটোয়ায়। ছবি: রয়টার্স
নির্বাচনী প্রচারকালে স্থানীয় একটি রেস্তোরাঁয় জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি গ্রেগোয়ার। ২০১৯ সালের ১৪ অক্টোবর, কানাডার অন্টারিওতে
উড়োজাহাজের ফটকে দাঁড়িয়ে হাত নাড়ছেন জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগোয়ার। ২০১৯ সালের ১২ অক্টোবর, কানাডার ভ্যাঙ্কুভার বিমানবন্দরে
পার্লামেন্ট ভেঙে দিতে গভর্নর জেনারেলকে অনুরোধ করার জন্য যাচ্ছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সঙ্গে স্ত্রী সোফি গ্রেগোয়ার। ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর, কানাডার অটোয়ায়
ওভাল অফিসে জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগোয়ারকে স্বাগত জানান তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ২০১৭ সালের ১১ অক্টোবর, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে
জি-২০ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি গ্রেগোয়ার। ২০১৭ সালের ৭ জুলাই, জার্মানির হামবুর্গে
যুক্তরাজ্যের রাজা চার্লস ও রানি ক্যামিলার রাজ্যাভিষেক অনুষ্ঠানে জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগোয়ার। ২০২৩ সালের ৬ মে, লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে
যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর শোক বইয়ে স্বাক্ষর করতে ল্যাঙ্কাস্টার হাউসে জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগোয়ার। ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর, লন্ডনে
কানাডা দিবসের অনুষ্ঠানের মঞ্চে জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগোয়ার। ২০২২ সালের ১ জুলাই, কানাডার অটোয়ায়
উড়োজাহাজের ফটকে দাঁড়িয়ে স্ত্রী সোফি গ্রেগোয়ারের মাস্ক খুলে দিচ্ছেন জাস্টিন ট্রুডো। ২০২২ সালের ৭ জুন, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে
স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে টিভিতে নির্বাচনী খবর দেখছেন জাস্টিন ট্রুডো। ২০২১ সালের ২০ সেপ্টেম্বর, কানাডার কুইবেকে
দুই সন্তানসহ স্ত্রী সোফি গ্রেগোয়ারের সঙ্গে জাস্টিন ট্রুডো। ২০২১ সালের ১৫ আগস্ট, কানাডার অটোয়ায়
কানাডা দিবসে একটি কৃষিবাজার পরিদর্শনকালে স্ত্রী সোফি গ্রেগোয়ারকে চুম্বন করেন জাস্টিন ট্রুডো। ২০২১ সালের ১ জুলাই, কানাডার অটোয়াতে
ফেডারেল নির্বাচনের পর মঞ্চে উঠে হাত নাড়ছেন জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি গ্রেগোয়ার। ২০১৯ সালের ২২ অক্টোবর, কানাডার কুইবেকে
পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ফেডারেল নির্বাচনের প্রাথমিক ফলাফল টেলিভিশনে দেখছেন জাস্টিন ট্রুডো। ২০১৯ সালের ২১ অক্টোবর, কানাডার মন্ট্রিয়লে।
ফেডারেল নির্বাচনে ভোট দেওয়ার আগে ভোটকেন্দ্রে জাস্টিন ট্রুডো, সঙ্গে স্ত্রী-সন্তানেরা। ২০১৯ সালের ২১ অক্টোবর, কানাডার কুইবেকে
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত কানাডার সেনাদের সমাধিস্থল পরিদর্শনে জাস্টিন ট্রুডো। সঙ্গে তাঁর স্ত্রী ও এক সন্তান। ২০১৭ সালের ১০ এপ্রিল, ফ্রান্সে
উড়োজাহাজ থেকে নামছেন জাস্টিন ট্রুডো, তাঁর স্ত্রী সোফি গ্রেগোয়ার ও মেয়ে এলা গ্রেস। ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর, চীনের ঝেজিয়াং প্রদেশে
স্ত্রী ও তিন সন্তানকে সঙ্গে নিয়ে ভ্যাঙ্কুভার প্রাইড প্যারেডে জাস্টিন ট্রুডো। ২০১৬ সালের ৩১ জুলাই, কানাডার ভ্যাঙ্কুভারে
ফেডারেল নির্বাচনের পর মঞ্চে স্ত্রী সোফি গ্রেগোয়ারকে আলিঙ্গন করছেন জাস্টিন ট্রুডো। ২০১৯ সালের ২২ অক্টোবর, কানাডার কুইবেকে
ফেডারেল নির্বাচনের পর সমর্থকদের সম্ভাষণ জানাচ্ছেন জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি গ্রেগোয়ার। ২০১৯ সালের ২২ অক্টোবর, কানাডার কুইবেকে
তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে রাষ্ট্রীয় নৈশভোজে জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী সোফি গ্রেগোয়ার। ২০১৬ সালের ১০ মার্চ, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে
কানাডার ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে জাস্টিন ট্রুডোর হাত ধরে আছেন স্ত্রী সোফি গ্রেগোয়ার। ২০১৫ সালের ৪ নভেম্বর, কানাডার অটোয়ায়
ভোট দেওয়ার পর বাসে ওঠার আগে স্ত্রী-সন্তানসহ জাস্টিন ট্রুডো। ২০১৫ সালের ১৯ অক্টোবর, কানাডার কুইবেকে
কানাডার ফেডারেল নির্বাচনে জয়ের আনন্দ স্ত্রী সোফি গ্রেগোয়ার সঙ্গে ভাগ করে নিচ্ছেন জাস্টিন ট্রুডো। ২০১৫ সালের ১৯ অক্টোবর, কানাডার মন্ট্রিয়লে