বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৭ নভেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
ডগলাস বাডের—ব্রিটিশ রাজকীয় বিমানবাহিনীর একজন পাইলট। যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পা হারান ডগলাস। এরপরও দমে যাননি তিনি। ১৯৩৯ সালের ২৭ নভেম্বর, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠেছে। কৃত্রিম পা লাগিয়ে ওই দিন বিশ্বযুদ্ধে অংশ নেন ডগলাস। সফলভাবে যুদ্ধবিমান চালান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ বাহিনীর অন্যতম ‘নায়ক’ বিবেচনা করা হয় তাঁকে।
চলচ্চিত্রটির নাম ‘ফ্রোজেন’। ডিজনির নির্মাণ করা এই অ্যানিমেটেড চলচ্চিত্র ২০১৩ সালের এই দিনে মুক্তি পায়। তুমুল জনপ্রিয় হয় চলচ্চিত্রটি। অ্যানিমেটেড চলচ্চিত্রের জগতে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড ফ্রোজেনের ঝুলিতে।
ফুটবল মাঠে গোলপোস্টের পেছনে নেট লাগানো থাকে। ১৮৯০ সালের ২৭ নভেম্বরে এই নেটের পেটেন্ট নেন ব্রিটিশ প্রকৌশলী জন আলেক্সান্ডার ব্রোডি। মূলত গোল হয়েছে কি না, তা সহজে বোঝার জন্য এই নেট উদ্ভাবন করেন তিনি। পরের বছর অর্থাৎ ১৮৯১ সাল থেকে গোলপোস্টের পেছনে নেটের ব্যবহার বাধ্যতামূলক করা হয়।
সময়টা ২০১৫ সালের ২৭ নভেম্বর। ইথিওপিয়ায় অনুষ্ঠিত হয় প্রথম আফ্রিকান সার্কাস আর্ট উৎসব। মহাদেশের শতাধিক শিল্পী এতে অংশ নেন। আফ্রিকার সার্কাস শিল্পের বিকাশে এই আয়োজন করা হয়েছিল। উৎসবে দর্শকেরা বিনা মূল্যে সার্কাস দেখার সুযোগ পান।