রাশিয়ায় বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের ১০ আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে। রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এ কথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। আর ভাগনারের কমান্ডার ও ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী এই প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা দিমিত্রি উতকিনের নাম বিধ্বস্ত উড়োজাহাজের যাত্রীদের তালিকায় রয়েছে বলে জানা গেছে।
বিবিসির খবরে বলা হয়, মোট ১০ জন আরোহী নিয়ে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়, তার মধ্যে ৩ জন ক্রু রয়েছেন। ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে খবরে বলা হয়, ১০ জনের লাশ উদ্ধার করার পর উদ্ধার অভিযান শেষ করেছে রাশিয়ার জরুরি সেবা বিভাগ, তবে লাশগুলোর পরিচয় নিশ্চিত করা হয়নি।
রাশিয়ার বিমান পরিবহন সংস্থার বরাত দিয়ে বলা হয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজের যাত্রীদের তালিকায় ভাগনারের কমান্ডার ও সহপ্রতিষ্ঠাতা দিমিত্রি উতকিনের নাম রয়েছে। ভাগনার প্রতিষ্ঠা ও এই বাহিনী পরিচালনায় অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন উতকিন।
উড়োজাহাজের যাত্রীদের তালিকায় ভাগনারপ্রধানের নাম রয়েছে, সেটা আগেই জানিয়েছে পরিবহন সংস্থাটি।