তুরস্কে ভূমিকম্পের ১২৯ ঘণ্টা পর পাঁচ সদস্যের একটি পরিবারকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। গাজিয়ানতেপ প্রদেশের নুরদাগ শহর থেকে তাঁদের উদ্ধার করা হয়। ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করে তাঁদের বের করে আনার পর উদ্ধারকর্মীরা ‘সৃষ্টিকর্তা মহান’ বলে তাঁদের আনন্দ প্রকাশ করেন।
স্থানীয় পত্রিকা হেবারতুর্কের বরাত দিয়ে আল–জাজিরার খবরে বলা হয়, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে প্রথমে মা হাভভা ও মেয়ে ফাতমাগুল আসলানকে উদ্ধার করেন।
এরপরে উদ্ধারকর্মীরা বাবা হাসান আসলামকে খুঁজে পান। এ সময় তিনি মেয়ে জায়নেপ ও ছেলে সালতিক বুগরাকে প্রথমে উদ্ধার করতে অনুরোধ করেন।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ার আলেপ্পো শহর পরিদর্শনে গেছেন। বার্তা সংস্থা সানা জানায়, তিনি আলেপ্পো বিমানবন্দরে অবতরণ করছেন। সিরিয়ার স্বাস্থ্যমন্ত্রী ও আলেপ্পোর গভর্নরকে নিয়ে কয়েকটি হাসপাতাল ও আশ্রয় শিবির পরিদর্শন করবেন গেব্রেয়াসুস।
পৃথক প্রতিবেদনে সানা জানায়, ডব্লিউএইচও প্রধান বলেছেন, ‘আমরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩৫ টন জরুরি প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী নিয়ে এসেছি।’