ইতিহাসের এই দিনে

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ওকিনাওয়া দ্বীপ ফেরত পেল জাপান

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচিত হয় অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৫ মে। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিজ ডে : আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

ওকিনাওয়া দ্বীপে তোলা হচ্ছে জাপানের জাতীয় পতাকা
ফাইল ছবি: রয়টার্স

জাপানের ওকিনাওয়া দ্বীপটির আগের নাম ছিল রুয়ুকুয়ু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রক্তক্ষয়ী লড়াইয়ে দ্বীপটির নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্র। এর পর থেকে দ্বীপটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই ছিল। অবশেষ ১৯৭২ সালের এই দিনে দ্বীপটির নিয়ন্ত্রণ ফিরে পায় জাপান। এর নতুন নাম হয় ওকিনাওয়া। দ্বীপটির আয়তন ৪৬৩ বর্গমাইল।

পর্দায় আসে মিকি মাউস

ওয়াল্ট ডিজনির অন্যতম জনপ্রিয় চরিত্র মিকি মাউস। ১৯২৬ সালের এদিনে প্রথমবারের মতো পর্দায় এ চরিত্র উপস্থাপন করা হয়। স্বল্প দৈর্ঘ্যের নির্বাক চলচ্চিত্র ‘প্লেন ক্রেজি’–এর মাধ্যমে পর্দায় হাজির হয় মিকি মাউস। 

শু হান রাজ্যের প্রতিষ্ঠা

চীনের হান সাম্রাজ্যের পতনের পর জেনারেল লিউ বেই শু–হান রাজ্য প্রতিষ্ঠা করেন। চীনের ইতিহাসে যে তিনটি রাজ্য সম্মিলিতভাবে ‘থ্রি কিংডম’ নামে পরিচিত ছিল, তার একটি এই শু হান।

দীর্ঘ লড়াই-সংগ্রামের পর যুক্তরাষ্ট্রের নারীরা ভোটের অধিকার পান

নারীদের ভোটাধিকার আদায়ে সংগঠন

ন্যাশনাল ওমেন সাফরেজ অ্যাসোসিয়েশন—যুক্তরাষ্ট্রের নারী অধিকার রক্ষার একটি সংগঠন। মার্কিন নারীদের ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা রেখেছিল সংগঠনটি। ১৮৬৯ সালের এদিনে সংগঠনটির যাত্রা শুরু হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। প্রতিষ্ঠা করেন এলিজাবেথ কেডি স্ট্যানটন ও সুসান বি অ্যান্থনি নামের দুজন অধিকারকর্মী।