১৯৬০ সালের ১৫ জুন টেক্সাসে তাপমাত্রা উঠেছিল ৬০ ডিগ্রি সেলসিয়াসে
১৯৬০ সালের ১৫ জুন টেক্সাসে তাপমাত্রা উঠেছিল ৬০ ডিগ্রি সেলসিয়াসে

ইতিহাসের এই দিনে

তাপমাত্রা ৬০ ডিগ্রি সেলসিয়াস

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১৫ জুন। ফিরে দেখা যাক, উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের কোপেরল শহরের বাসিন্দাদের জন্য দিনটা মোটেও সুখকর ছিল না। ওই দিন শহরটির ওপর দিয়ে চরম লু হাওয়া বয়ে যায়। ১৯৬০ সালের এই দিনে যেন গরম বাতাসের তুমুল ঝড় বয়ে যায়। স্থানীয় লোকজন এর নাম দেন ‘শয়তানের ঝড়’। সেদিন হঠাৎ করে সেখানকার তাপমাত্রা উঠে গিয়েছিল রেকর্ড ৬০ ডিগ্রি সেলসিয়াসে। ওই ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১২১ কিলোমিটার।

বেসি কোলম্যান-বিশ্বের প্রথম কৃষ্ণাঙ্গ নারী পাইলট

প্রথম কৃষ্ণাঙ্গ নারী পাইলট

কৃষ্ণাঙ্গ হিসেবে ইতিহাস গড়েছিলেন বেসি কোলম্যান। শত বাধা পেরিয়ে কৃষ্ণাঙ্গ নারীদের মধ্যে প্রথম উড়োজাহাজ চালানোর লাইসেন্স পেয়েছিলেন তিনি। হয়েছিলেন প্রথম কৃষ্ণাঙ্গ নারী পাইলট। তবে মার্কিন পাইলট কোলম্যানের এ অর্জন সহজে আসেনি। শুরুতে যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চালানোর প্রশিক্ষণ নিতে গিয়ে প্রত্যাখ্যাত হয়েছিলেন তিনি। পরবর্তীকালে অদম্য এ নারী ফ্রান্সে পাড়ি জমান। প্রশিক্ষণ নেন। সেখানেই উড়োজাহাজ চালানোর লাইসেন্স পান। মাঝ–আকাশে উড়োজাহাজ নিয়ে অ্যাক্রোবেটিকস প্রদর্শনে পারদর্শী ছিলেন কোলম্যান।

ঐতিহাসিক দলিল ম্যাগনাকার্টা

সই হয় ঐতিহাসিক ম্যাগনাকার্টা

ম্যাগনাকার্টা এক ঐতিহাসিক দলিল। ১২১৫ সালের ১৫ জুন ব্রিটিশ রাজা প্রথম জন ও দেশটির সামন্তপ্রধানদের মধ্যে এই চুক্তি সই হয়েছিল। এতে বলা হয়েছিল, রাজা বা শাসকেরাও আইনের ঊর্ধ্বে নন। ম্যাগনাকার্টা চুক্তিকে সংসদীয় গণতন্ত্র এবং আইনের শাসনের ধারণার সূচনা বলে ধরা হয়।

ছুটন্ত ঘোড়ার আলোকচিত্র

যুক্তরাজ্যে তখনো ক্যামেরা বা আলোকচিত্রের রমরমা অবস্থা শুরু হয়নি। ১৮৭৮ সালের এ দিনে ব্রিটিশ আলোকচিত্রী এডওয়ার্ড মুইব্রিজ ছুটন্ত ঘোড়ার ধারাবাহিক (সিরিজ) ছবি তোলেন। ‘হর্স ইন মোশন’ নামের এই ধারাবাহিক আলোকচিত্র সচল বা পরিবর্তনশীল ছবির ক্ষেত্রে মাইলফলক হয়ে আছে।