জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বে রাশিয়া

জাতিসংঘ
ছবি: এএফপি

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব নিয়েছে রাশিয়া। রাশিয়া যাতে নেতৃত্ব নিতে না পারে, সে জন্য নিরাপত্তা পরিষদের সদস্যদেশগুলোকে ইউক্রেন আহ্বান জানালেও তা কাজে আসেনি। উল্লেখ্য, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী ১৫ সদস্যদেশ প্রতি মাসে পালাক্রমে সভাপতির দায়িত্ব পেয়ে থাকে।  

রাশিয়া সর্বশেষ নিরাপত্তা পরিষদের সভাপতি ছিল ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। ওই মাসে ইউক্রেনে বড় আকারের একটি সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

বিবিসি বলছে, এমন একটি দেশ এখন নিরাপত্তা পরিষদের নেতৃত্ব দেবে, যে দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ আদালত, যেটি জাতিসংঘের কোনো সংস্থা নয়।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য ইউক্রেন দাবি জানালেও যুক্তরাষ্ট্র বলেছে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেশ রাশিয়াকে সভাপতির দায়িত্ব নেওয়ার বিষয়ে বাধা দিতে পারে না তারা। উল্লেখ্য, রাশিয়া ছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য অন্য চারটি দেশ হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও চীন।  

নিরাপত্তা পরিষদের সভাপতির ভূমিকা পদ্ধতিগত হলেও জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া রুশ বার্তা সংস্থা তাসকে বলেছেন, এ সময় তিনি অস্ত্র নিয়ন্ত্রণসহ বিতর্কিত কিছু বিষয় তদারকির পরিকল্পনা করছেন। বর্তমানে এক মেরু বিশ্বব্যবস্থায় বদল আনতে নতুন বিশ্বব্যবস্থা নিয়ে আলোচনা তুলবেন।