বিদায়ী বছরের আলোচিত কিছু ছবি

রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক দিক বিবেচনায় ২০২২ ছিল ঘটনাবহুল বছর। বিশেষ অনেক মুহূর্তের সাক্ষী হয়েছে বিশ্ব। এমন কিছু মুহূর্ত আলোকচিত্রে ধরা পড়েছে। বছরজুড়ে বার্তা সংস্থা রয়টার্সের আলোকচিত্রীদের তোলা কিছু ছবি।

বিদায়ী বছর রাজনৈতিকভাবে ঘটনাবহুল ছিল আফগানিস্তান। তবে দারিদ্র্যপীড়িত দেশটির আর্থসামাজিক কোনো পরিবর্তন আসেনি। তুষারাবৃত ফুটপাতে ছেলেকে কোলে নিয়ে ভিক্ষা করছেন এক আফগান নারী। কাবুল, আফগানিস্তান, জানুয়ারি ২৭
বিদায়ী বছর রাজনৈতিকভাবে ঘটনাবহুল ছিল আফগানিস্তান। তবে দারিদ্র্যপীড়িত দেশটির আর্থসামাজিক কোনো পরিবর্তন আসেনি। তুষারাবৃত ফুটপাতে ছেলেকে কোলে নিয়ে ভিক্ষা করছেন এক আফগান নারী। কাবুল, আফগানিস্তান, জানুয়ারি ২৭
এ বছর প্রাকৃতিক দুর্যোগে চড়া মাশুল গুনতে হয়েছে বিভিন্ন দেশের বাসিন্দাদের। ঘূর্ণিঝড় বাটসিরাইয়ের আঘাতে বিধ্বস্ত নিজের ঘরের ধ্বংসস্তূপে বসে আছেন এক নারী। মানানজারি, মাদাগাস্কার, ফেব্রুয়ারি ৭
বিদায়ী বছরে বিধ্বংসী সব দাবানলের সাক্ষী হয়েছে বিশ্ব। গাছ ও চারণভূমি গ্রাস করে চলেছে দাবানল। সেটা থামানোর চেষ্টা করছেন এক ব্যক্তি। সান লুইস দেল পালমার, আর্জেন্টিনা, ফেব্রুয়ারি ১৯
যুদ্ধ-বিগ্রহ ও দুর্যোগ-দুর্বিপাকের মধ্যেও নিজেদের মতো করে সময় কাটানোর চেষ্টা ছিল মানুষের। চোলিটা পোশাক পরে ছবির জন্য পোজ দিচ্ছেন এক নারী। উয়ুনি সল্ট ফ্ল্যাট, বলিভিয়া, মার্চ ২৬
বছরের শুরুতে ইউক্রেনে রাশিয়ার হামলা গোটা বিশ্বকে ঝাঁকুনি দিয়েছে। কিয়েভের পার্শ্ববর্তী বুচা শহরে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ উঠেছিল রুশ বাহিনীর বিরুদ্ধে। ফ্ল্যাশ মবে ওই হত্যাযজ্ঞের শিকারদের স্মরণের চেষ্টা। তিবলিসি, জর্জিয়া, এপ্রিল ৬
বছরজুড়ে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছিল বিভিন্ন দেশের মানুষের। রাজপথে নেমে আসে বিক্ষুব্ধ জনতা। দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পার্লামেন্ট অভিমুখে যাত্রার সময় শিক্ষার্থীদের আটক করে পুলিশ। কাম্পালা, উগান্ডা, মে ৫
জ্বলন্ত গাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে একটি গরু। জলমগ্ন সড়কে আটকে পড়া গাড়িটিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ধরে যায় বলে অগ্নিনির্বাপক কর্মকর্তারা জানান। আহমেদাবাদ, ভারত, জুলাই ১২
বিদায়ী বছরটি প্রাণিজগতের জন্যও ভালো যায়নি। খরার সময় মারা যাওয়া একটি হাতির মৃতদেহ। শাবা ন্যাশনাল রিজার্ভ, ইসিওলো কাউন্টি, কেনিয়া, সেপ্টেম্বর ২২
করোনোভাইরাস মহামারির পাশাপাশি এ বছর মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবও ভয় জাগিয়েছিল। মাঙ্কিপক্স পরীক্ষায় ইয়ালোলিয়া স্বাস্থ্যকেন্দ্রে ছয় বছর বয়সী অ্যাঞ্জেলিকা লিফাফুর ত্বকের নমুনা নিচ্ছেন স্থানীয় স্বাস্থ্যকর্মী ও নার্স। শোপো, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, অক্টোবর ৩
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে ছিল প্রাকৃতিক দুর্যোগেরও হানা। খরায় চৌচির ভূমির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে লোকজন। সানার উপকণ্ঠ, ইয়েমেন, অক্টোবর ২০