ভারতের সুপ্রিম কোর্ট
ভারতের সুপ্রিম কোর্ট

কলকাতায় আর জি কর কাণ্ড: সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে বলেছেন দেশটির সুপ্রিম কোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে সিবিআইকে আবার পরিস্থিতিসংক্রান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ভারতের সুপ্রিম কোর্টে গতকাল বৃহস্পতিবার আর জি কর কাণ্ডে করা মামলার সপ্তম দফা শুনানিতে এ নির্দেশ দেওয়া হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয়া যশবন্ত চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে এ শুনানি হয়। বেঞ্চের অন্য দুই বিচারপতি হলেন বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র। মামলার পরবর্তী শুনানি হবে ১১ নভেম্বর।

প্রধান বিচারপতির বেঞ্চে গতকাল সিবিআই সর্বশেষ পরিস্থিতির প্রতিবেদন পেশ করে। ওই প্রতিবেদন খতিয়ে দেখে বেঞ্চ জানান, এখনই এর তথ্য প্রকাশ করা যাচ্ছে না। আগামী চার সপ্তাহের মধ্যে সিবিআই পরবর্তী প্রতিবেদন জমা দিলে তখন ডিভিশন বেঞ্চ এ নিয়ে বিস্তারিত জানাবেন এবং পরবর্তী নির্দেশ দেবেন।

এদিন জাতীয় টাস্কফোর্সও সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে। হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতালের টাস্কফোর্স গঠন ও নীতিমালা প্রস্তাব নিয়ে এ প্রতিবেদন তৈরি করা হয়। সুপ্রিম কোর্ট জানিয়ে দেন, ওই প্রতিবেদন এবং বিভিন্ন হাসপাতালে সিভিক ভলান্টিয়ার নিয়োগ, নিয়োগের শর্ত, নিয়োগস্থল, বেতনসহ বিভিন্ন বিষয়ে নিয়ে ডিভিশন বেঞ্চ পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবেন। গতকাল পশ্চিমবঙ্গ সরকার সিভিক ভলান্টিয়ার নিয়োগসংক্রান্ত প্রতিবেদনও সুপ্রিম কোর্টে পেশ করে।

এদিকে গতকাল ডিভিশন বেঞ্চে মামলার শুনানিকালে এক আইনজীবী আবেদন করেন, রাজ্যের মানুষ এই মামলা নিয়ে আস্থা হারাচ্ছেন। তাই তিনি চান এই মামলার বিচার প্রক্রিয়া অন্য কোনো রাজ্যের আদালতে শুরু হোক। তবে এই দাবি নাকচ করে দিয়ে প্রধান বিচারপতি ওই আইনজীবীকে বলেন, এমন সিদ্ধান্ত নিলে আদালতের বিচারব্যবস্থা নিয়ে সংশয় দেখা দিতে পারে।

গত ৯ আগস্ট গভীর রাতে আর জি কর হাসপাতালের এক নারী চিকিৎসক দায়িত্বরত অবস্থায় ধর্ষণের পর হত্যার শিকার হন। এ ঘটনা প্রকাশ্যে এলে রাজ্যজুড়ে শুরু হয় প্রতিবাদের ঝড়, যা এখনো চলছে। এ ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত একজন আসামির বিরুদ্ধে অভিযোগ এনে শিয়ালদহের বিশেষ সিবিআই আদালতে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। গ্রেপ্তার ওই আসামির নাম সঞ্জয় রায়। তিনি একজন হাসপাতালের সিভিক ভলান্টিয়ার।

তবে আর জি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনকারী চিকিৎসকদের দাবি, একা একজনের পক্ষে এ হত্যাকাণ্ড ঘটানো সম্ভব নয়। তদন্ত করে এর সঙ্গে জড়িত সবার নাম প্রকাশ করতে সিবিআইয়ের প্রতি শুরু থেকেই দাবি জানিয়ে আসছেন তাঁরা।

এদিকে ঘটনার প্রায় তিন মাস হলেও সিবিআই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে অন্য কাউকে শনাক্ত করতে পারেনি। সিবিআই বলেছে, ধর্ষণ ও হত্যায় জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে।