ভারতে বিক্ষোভের মুখে বাড়ি বিক্রি করতে বাধ্য হলেন মুসলিম দম্পতি

বিবিসির খবরের স্ক্রিনশট
বিবিসির খবরের স্ক্রিনশট

ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদ শহরে হিন্দু প্রতিবেশীদের বিক্ষোভের মুখে কিনে নেওয়া বাড়ি বিক্রি করতে বাধ্য হয়েছেন এক মুসলিম দম্পতি। ওই বিক্ষোভকারীদের ভাষ্য, ধর্মের কারণে ওই দম্পতিকে তাঁদের এলাকায় বসবাস করতে দেবেন না তাঁরা।  

সম্প্রতি মোরাদাবাদের ‘টিডিআই সিটি’ আবাসিক এলাকার বাড়িটি অশোক বাজাজ নামের এক চিকিৎসকের কাছ থেকে কিনেছিলেন ওই মুসলিম দম্পতি। বাড়ি বিক্রির খবর সামনে আসার পর গত বৃহস্পতিবার বিক্ষোভ শুরু করেন এলাকার হিন্দু বাসিন্দারা।

বিক্ষোভের একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তাতে মেঘা আরোরা নামের টিডিএস এলাকার এক বাসিন্দাকে বলতে শোনা যায়, তাঁদের সঙ্গে কোনো আলোচনা না করে বাড়ি বিক্রি করেছেন অশোক বাজাজ। বাড়িটি স্থানীয় মন্দিরের সামনে। এমন জায়গায় মুসলিম পরিবারের বসবাস মেনে নেবেন না তাঁরা।

ওই নারী আরও বলেন, ‘আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই বাড়ির নতুন মালিকদের নামে নিবন্ধন বাতিলের আহ্বান জানিয়েছি। এখানে অন্য কোনো বিশ্বাসের মানুষ আসুক এবং বসবাস করুক, তার অনুমতি আমরা দেব না। আমরা তাঁদের (মুসলিম দম্পতি) এখানে প্রবেশের অনুমতি দেব না এবং যতক্ষণ তাঁরা না যাবেন, বিক্ষোভ চালিয়ে যাব।’

টিডিআই সিটি এলাকার অনেক বাসিন্দা জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে বাড়ি বিক্রির বিষয়ে অভিযোগ করতে যান। কার্যালয়ের বাইরে তাঁদের অশোক বাজাজ ও মুসলিম দম্পতির বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। পরে গতকাল শুক্রবার অশোক বাজাজ বিবিসিকে বলেন, শহরের একজন নির্বাচিত প্রতিনিধির মধ্যস্থতায় বাড়িটি নিয়ে তাঁরা একটি সমঝোতায় পৌঁছেছেন। সে অনুযায়ী ওই মুসলিম দম্পতি এলাকার একটি হিন্দু পরিবারের কাছে বাড়িটি বিক্রি করে দেবেন।

মোরাদাবাদ শহরে অশোক বাজাজের একটি হাসপাতাল রয়েছে। টিডিআই সিটি এলাকায় তিনি ছয় বছরের বেশি সময় ধরে বসবাস করছেন। তিনি বলেন, যে মুসলিম দম্পতির কাছে তিনি বাড়িটি বিক্রি করেছেন, তাঁরা দুজনই চিকিৎসক। দুই পরিবারের মধ্যে ৪০ বছর ধরে জানাশোনা রয়েছে। বাড়িটি কেনার পর তা আবার বিক্রি করার সিদ্ধান্তে মোটেও সন্তুষ্ট নন ওই দম্পতি।