পশ্চিমবঙ্গ পুলিশের লোগো
পশ্চিমবঙ্গ পুলিশের লোগো

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে শান্ত থাকার আহ্বান পশ্চিমবঙ্গ পুলিশের  

বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পরিপ্রেক্ষিতে রাজ্যের মানুষকে শান্ত থাকতে এবং শান্তি বজায় রাখতে বলেছে পশ্চিমবঙ্গ পুলিশ।

গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলা হয়েছে।

সাধারণ মানুষের উদ্দেশে পশ্চিমবঙ্গ পুলিশ বলছে, ‘একতরফা বিদ্বেষমূলক ও বিভ্রান্তিকর প্রচারের ফাঁদে পা দেবেন না। শান্ত থাকুন, শান্তি বজায় রাখুন।’

পোস্টে বলা হয়েছে, ‘কিছু স্থানীয় টিভি চ্যানেলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেভাবে প্রতিবেদন হচ্ছে, তা খুবই দৃষ্টিকটুভাবে সাম্প্রদায়িক উসকানিমূলক এবং ভারতের প্রেস কাউন্সিলের নিয়মাবলির পরিপন্থী।’

পশ্চিমবঙ্গ পুলিশ বলছে, ‘দর্শকদের অনুরোধ, এ ধরনের কভারেজ দেখার সময় নিজস্ব বিচার–বিবেচনা প্রয়োগ করুন। মাথায় রাখুন যে চ্যানেলের দেখানো ফুটেজের সত্যতা কিন্তু কোনো নিরপেক্ষ তৃতীয় সংস্থা দিয়ে যাচাই করা নয়।’

২৫০ ফেসবুক ব্যবহারকারী শনাক্ত

এদিকে বাংলাদেশের এখনকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিতর্কিত’ পোস্ট করায় ২৫০ ব্যবহারকারীকে শনাক্ত করেছে কলকাতার লালবাজার পুলিশ হেডকোয়ার্টার। তাঁদের সতর্কও করে দেওয়া হয়েছে।

কলকাতা পুলিশ বলছে, প্রাথমিকভাবে শনাক্ত করা এসব অ্যাকাউন্ট থেকে বিদ্বেষ, হিংসা ও উসকানিমূলক পোস্ট করা হচ্ছে। সতর্ক করে বলা হয়েছে, এরপরে এমন কাজ করা হলে এসব অ্যাকাউন্টধারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যাতে কেউ বিতর্কিত পোস্ট করতে না পারেন সে জন্য সামাজিক মাধ্যমে নজরদারি করছে লালবাজার পুলিশের সোশ্যাল মিডিয়ার মনিটরিং সেল ও সাইবার শাখার পুলিশ কর্মকর্তারা।

এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিদ্বেষ ও উসকানিমূলক কোনো পোস্ট করতে নিষেধ করেছেন।