বিজেপিতে গেলে সব মামলা বাতিলের ‘বার্তা পেয়েছেন’ আম আদমি নেতা

দিল্লির আম আদমি সরকারের উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া
 ছবি: এএনআই

মদ ব্যবসাসংক্রান্ত আবগারি নীতিমালা লঙ্ঘনের অভিযোগে কেন্দ্রীয় তদন্ত সংস্থার (সিবিআই) তদন্তের মুখে পড়েছেন ভারতের দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। এরই মধ্যে আজ সোমবার তিনি দাবি করেছেন, আম আদমি পার্টি (আপ) ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিতে দলটি থেকে তিনি বার্তা পেয়েছেন। বিনিময়ে সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সব মামলা বাতিল করে দেওয়া হবে।

মনীশ সিসোদিয়ার টুইট উদ্ধৃত করে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ‘আমি বিজেপির কাছ থেকে একটি বার্তা পেয়েছি—আম আদমি পার্টি ছাড়ো, বিজেপিতে যোগ দাও; সিবিআই ও ইডির সব মামলা বাতিলের সুযোগ নাও।’

তাঁর বিরুদ্ধে দায়ের করা সব মামলা মিথ্যা বলে জোর দাবি করেছেন মনীশ সিসোদিয়া। বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আম আদমি পার্টির এই নেতা বলেন, ‘তোমাদের যা ইচ্ছা করো।’
মনীশ সিসোদিয়া বলেন, ‘বিজেপির প্রতি আমার জবাব—আমি একজন রাজপুত, মহারানা প্রতাপের বংশধর। আমি মাথা দেব, কিন্তু দুর্নীতিবাজদের সামনে মাথা নত করব না।’

আম আদমি পার্টির এই নেতা রাজ্যের শিক্ষা ও আবগারি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। মদ ব্যবসাসংক্রান্ত নীতিমালা লঙ্ঘনের অভিযোগে সিবিআই ১৫ জনের বিরুদ্ধে মামলা করে। এতে সিসোদিয়াকে এক নম্বর আসামি করা হয়েছে। গত শুক্রবার তাঁর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই।

নতুন আবগারি নীতিমালার মাধ্যমে দিল্লি সরকার মদ ব্যবসা থেকে সরে আসে। বেসরকারিকরণের মধ্য দিয়ে রাজ্য সরকার দুই হাজার কোটি রুপি বাড়তি রাজস্ব আদায় করবে ভেবেছিল। কিন্তু অভিযোগ ওঠে, এটা করতে গিয়ে গোটা দিল্লিকে ছয়জন বড় মদ ব্যবসায়ীর হাতে তুলে দেওয়া হয়েছে, যাঁরা বিপুল বাড়তি মুনাফার একাংশ পার্টিকে দিয়েছেন।

এ নিয়ে বিতর্ক শুরু হওয়ায় গত জুলাই মাসে আম আদমি সরকার আবার পুরোনো নীতিমালায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অর্থাৎ, রাজ্য সরকার মদের ব্যবসায় শরিক হবে।