লোকসভা নির্বাচনে ভারতের মণিপুর রাজ্যে ১১টি কেন্দ্রে আবার ভোট গ্রহণের নির্দেশ দিয়েছে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ। আগামীকাল সোমবার ওই কেন্দ্রগুলোতে পুনরায় ভোট গ্রহণ হবে। সহিংসতার অভিযোগে কেন্দ্রগুলোতে ভোট বাতিল করা হয়েছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী গত শুক্রবার মণিপুরের ওই কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ হয়। পরদিন গতকাল শনিবার মণিপুরের প্রধান নির্বাচনী কর্মকর্তা জানান, রাজ্যের ১১টি কেন্দ্রে ভোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ। এই কেন্দ্রগুলোতে নতুন করে ভোটের আয়োজন করা হবে।
ভারতে শুক্রবার শুরু হয়েছে লোকসভা নির্বাচন। কয়েকটি ধাপে আগামী ১ জুন পর্যন্ত চলছে ভোট গ্রহণ। নির্বাচনের মধ্য দিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকতে যাচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের।
অবশ্য কারচুপির অভিযোগ এনে মণিপুরে ৪৭টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছিল বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী দল কংগ্রেস। গত শুক্রবার ভোটের দিন রাজ্যটিতে ভোটার উপস্থিতি ছিল ভালো। নিরাপত্তায়ও ব্যাপক কড়াকড়ি ছিল।এর পরও বিভিন্ন স্থানে সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটে।
গত বছরের মে মাস থেকেই মণিপুরে অস্থিতিশীলতা বিরাজ করছে। মেইতেই ও কুকি সম্প্রদায়ের মানুষের মধ্যে প্রায়ই ঘটছে সহিংসতার ঘটনা। গত বছর রাজ্য হাইকোর্ট উপত্যকাভিত্তিক মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি রাজ্য সরকারকে বিবেচনা করতে বলেন। এরপর শুরু হয় সহিংসতা।